কেন যেন পুলিশ দেখলেই গা জ্বলে উঠে

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১০ মে, ২০১৩, ০৮:৪৬:৫৫ সকাল

গত ৫ই মে হেফাজতের সমাবেশে যাবার সিদ্ধান্ত নিলাম। যেহেতু ইমান রক্ষার দাবিতে এ আন্দোলন তাই সেখানে শরীক হওয়া ঈমানই দায়িত্ব। ক্লাস শেষ করে সোজা চলে গেলাম মতিঝিল। আমার এক বন্ধু আগেই গিয়েছিল সেখানে। ও আমাকে ফোন করে বলল, পুলিশ বায়তুল মোকাররমের সামনে আমাদের ৩ ভাইকে গুলি করে মেরে ফেলেছে। এখনও নির্বিচারে গুলি করছে। আর সহ্য করতে পারলাম না। একটুকরা ইট হাতে নিয়ে এগিয়ে গেলাম শাহাদাতের তামান্না নিয়ে। অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হল। আমাদের একের পর এক ভাই গুলিবিদ্ধ হতে লাগলো। হটাত পুলিশ একনাগারে গ্রেনেড মারা শুরু করল। মাটিতে লুটিয়ে পরলাম। উঠে দৌড়াতে শুরু করলাম। সব যেন অন্ধকার লাগছিল। সামনে কেও নেই। পেছনে হায়েনারা। ভাবলাম আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শহীদের কাতারে আমার নাম লিখিয়েছেন। গ্রেনেডের আওয়াজে আমার কান বন্ধ হয়ে গিয়েছিল। পরখনে দেখলাম হায়েনারা পিছু হটেছে আমাদের ভাইদের কাছে। ড্রেনে পরে সমস্ত শরীর ভিজা ছিল। জুতা খুঁজে পাচ্ছিলাম না। একজোড়া পুরান জুতা দেখলাম পরেয়াছে। তাই পায়ে দিয়ে আবার হায়েনা দের বিরুদ্ধে উঠে দাঁড়ালাম।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File