জামাত শিবিরের রাজনীতি করার বৈধতা আছে কিনা?

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ০৩ এপ্রিল, ২০১৩, ১১:০৫:১০ রাত

শাহবাগিরা একটা মাসিক পত্রিকা বের করা শুরু করেছে নাম রাস্তা। আজকে পুরাটা পরলাম ক্লাসে বসে। একটা শিরোনাম আছে, জামাত শিবিরের রাজনীতি করার বৈধতা আছে কিনা?

১)জামাত শিবির নাকি এই দেশের না, তাহলে কোন দেশের? যে মানুষ গুলা দিনের পর দিন জেল খাটছে তারা কারা? আর তারা যদি মনে করে জামাত শুরু হয়েছিল পাকিস্তান থাকাকালে, তবে আওয়ামীলীগ কবে কার দল? একমাত্র বি এন পি , জাতীয় পার্টি ছাড়া তো আর দল দেখি না।

২) জামাত শিবির নাশকতা চালাচ্ছে, তাই তাদের রাজনীতি করার অধিকার নাই। হাসসকর কথা, বেপরোয়া ভাবে পুলিশ মানুষ মেরে ফেলছে, কোন দলের ইশারায় ? লগি বৈঠা দিয়ে মানুষ খুনের রাজনীতি কারা করে? তাদের কি অধিকার আছে রাজনীতি করার?

৩)জামাত কোন সংবিধান মেনে চলে না। জামাত সংবিধান মেনে না চললে এতদিন দল হিসেবে পরিচয় পেল কি করে?

৪) জামাত শিবিরের হাতে দেশের মানুষ নিরাপদ নয় ? জামাত একটি আদর্শ সংগঠন । ইসলামের পূর্ণ মর্যাদা রক্ষা করতে তারা বদ্ধপরিকর, আর ইসলামই তো মানুষের মর্যাদা ফিরিয়ে দেয়। এমনকি বিধর্মীরাও ইসলামই সমাজে পূর্ণ মর্যাদা পায়।

কাজেই তাদের অজক্তিক যুক্তির কোন ভিত্তি নেই। এদেশের মানুষ জামাত শিবিরকে ভালবাসে এবং সারাজীবন বাসবে ইনশাআল্লাহ্‌।

বিষয়: বিবিধ

১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File