নতুন পথ চলা শুভ হোক ॥
লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ১১ জানুয়ারি, ২০১৩, ০৮:২৯:৪০ রাত
টুডে ব্লগের উদ্ধোক্ততা, মডারেটার এবং সকল ব্লগার কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সংকির্ন দৃষ্টি ভংগির কারনে অনেক ব্লগকে দেখছি এক পেশে দলিয় দৃষ্টি ভংগি এবং নিজস্ব মত এবং পথকে প্রচার করতে উঠে পড়ে লেগেছে। ব্লগারদের ঘামে উর্পজান করা জনপ্রিয়তাকে পুজি করে, ব্লগারদের কে মডারেশানের নামে নিজেদের মতের গোলাম বানানোর ব্যর্থ চেষ্টাও অনেকে করছেন ।
জানি না টুডে ব্লগ সংর্কিনতার উর্দ্ধে উঠে মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা কে সম্মান দিতে পারবে কিনা। প্রথম প্রথম সবাই নিজেদের কে নতুন বরের বেশে সাজাতে পছন্দ করে, পরক্ষনে সময় বুঝে, কিছুটা জনপ্রিয়তা পেলে নিজেদের হুশ আর অতিতকে ভুলে বসে। আমরা চাইবো টুডে ব্লগ নিজেদের কে চির নতুন এবং প্রতিশ্রুতিশীল হিসেবে সব সময় উপস্থাপন করুক। সবাকে আবারো অভিন্দন জানিয়ে সকলে কাছে দোয়া কামনা করছি। আশা করছি পরবর্তিতে সবার পরামর্শ এবং দোয়া পেয়ে যাবো।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন