গুজবে কান দেয়ার দরকার নেই।

লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ০৩ মার্চ, ২০১৩, ১২:১০:৪৮ দুপুর

সাঈদী সাহেব কে চাঁদে দেখা গেছে এ রকম একটি উদ্ভট তথ্য প্রচার করা হচ্ছে। এ জাতিয় কথা বার্তায় সাধারন কিছু মানুষ বিভ্রান্ত হলেও ইসলামী আন্দোলনের কর্মীদের কে সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে এ সকল মিথ্যাচারের প্রতিবাদ করতে হবে। আমাদের মনে রাখতে হবে মাওলানা সাঈদীকে আমরা আমাদের আকায়েদের ইমাম হিসেবে গ্রহন করিনি। তার নেতৃত্ব্যে আমরা ইসলামী আন্দোলন করেছি, খোদা তায়ালার বিধান কে সমাজ ও রাষ্টে কায়েমের চেষ্টায় আমরা তার হাতে বাইয়াত করেছি। কেবল মাত্র দ্বীনের খ্যাতিরে এবং আল্লাহকে সন্তুষ্ঠ করতেই আমরা মাওলানা সাঈদীকে ভালোবাসি। ব্যক্তি সাঈদীর কোন মুল্য আমাদের কাছে নেই। যা কিছু রয়েছে তা কেবল তার কর্মের মুল্যায়ন মাত্র।

অন্যদিকে জামায়াত শিবির কারো কেরামতির কিচ্ছা কাহিনী নির্ভর দল নয়। কারো ব্যক্তিগত খানকার বেদী থেকে প্রচারিত কেরামতের তথ্যের ভিত্তির ওপর প্রতিষ্টিত নয় এই দলটি। ব্যক্তি পুজার সকল পথ রুদ্ধ করে দিয়ে জামায়াতের গঠনতন্ত্র রচিত হয়েছে। ব্যক্তি বিশেষের নামে শ্লোগান ধারন না করতেও বিশেষ ভাবে শিক্ষা দেওযা হয়ে থাকে এই দলের নেতাকর্মীদের কে। অন্যদিকে জামায়াত বিরোধী কিছু ব্যক্তিবর্গ এসব ঘটনাকে জামায়াত কর্মীদের সাজানো বা পূর্বপরিকল্পিত ঘটনা বলে প্রচারনা চালাচ্ছে। আর এই সকল প্ররাচরনায় শরীক হয়েছেন দেশের হক্কানী তিলকধারী কিছু আলেম ওলামা এবং ব্লগার নাম ধারী জামায়াত বিরোধী শক্তি।

অনেক ভাইরা এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইতিমধ্যেই পোষ্ট দিয়েছেন, বাকি অন্য সব ভাইরা ব্যক্তিগত ভাবে সকল ভাইদের কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে যোগাযোগ করুন। আল্লাহ পাক আমাদের কে সঠিক বুঝ দান করুন।

বিষয়: রাজনীতি

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File