আইপিএস বোমা !!!!!!

লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ০৮ অক্টোবর, ২০১৩, ০৭:৪৩:০৫ সন্ধ্যা

মাদ্রাসার আইপি এস বিস্ফোরন কে যখন বোমা বানানো হয়, তখন কিছু ভাইরা একে হলুদ সাংবাদিকতা বলে সাংবাদিকদের বংশ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে এই সকল হলুদ পত্রিকাগুলো যখন শিবিরের বিরুদ্ধে ক্রমাগত রগা কাটা, হাত কাটা, সন্ত্রাসের মতো ভিত্তিহীন অভিযোগ করে মিথ্যা রিপোর্ট করতো তখন এই সকল ভাইরাই সেটাকে অহীর মতো মনে করতোন। আজকেও হলুদ টিভিগুলো রিপোর্ট করছে শিবির কর্মীরা ছাত্রলীগ নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে।এই সব হুলদ সাংবাদিক দের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক হক্কানী ভাইরা আমাদের কে রগকাটা দলের কর্মী হিসেবে খোচাঁ দিয়ে কমেন্ট করতে পছন্দ করতেন। এই হলুদ পত্রিকা গুলো যখন নিজেদের স্বার্থ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে একের পর এক গালগল্প সাজিয়ে রিপোর্টি করে সাংবাদিকতার পেশাকে পতিতাবৃত্তির পর্যায়ে নিয়ে গেলেন, তখন তাদের একটুও মনে হয়নি যে, এই মিডিয়া সন্ত্রাসের শিকার একদিন তারাও হতে পারেন। আজকে মিডিয়ার বিরুদ্ধে যতই উন্ম প্রকাশ করি না কেন এই কথা স্বিকার করে নিতে হবে যে, এই মিডিয়ার বদৌলতেই সাধারন একটি আইপিএস এখন পারমানবিক বোমায় রূপান্তরিত হয়েছে। সত্যিই অবাক করা আমাদের ঘটনা।

সরকারের আসল টার্গেট হলো মুফতি ইজহার সাহেব সহ অন্যান্য নেতাদেরকে হুমকির মুখে রাখা। অবশেষে মুফতি ইজহার কে গ্রেফতার করার একটি যুক্তি সংগত কারণ খুজে পাওয়া গেল। হেফাজত ইস্যূতে আর কাউকে গ্রেফতারে সরকারের কোন পরিকল্পনা নেই বিধায় নিত্য নতুন ইস্যু সৃষ্টি করে হেফাজতের ভিতর থাকা আওয়ামী বিরোধী হিসেবে পরিচিত সব নেতাকে গ্রেফতারের চেষ্টা চলবে বলে মনে হচ্ছে। হেফাজত নেতাদের উচিত হবে এই বিষয়ে সতর্ক থাকা। কোন কর্মসুচী না থাকায় সরকার হেফাজতের বিরুদ্ধে একের পর এক এ্যাকশান নিচ্ছে, অথচ হেফাজত নেতাদের হুশ হচ্ছে না। তারা কিসের অপেক্ষায় আছেন তা কেবল আল্লাহ পাক ভালো বলতে পারেন।

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File