ঠাডা পড়ছে নি রে বাবারা ?

লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ২৮ জুন, ২০১৩, ০৮:১৩:৩০ রাত

আমার ব্লগ সাইটের এ কি হাল হইছে রে ভাই। লেখা পড়তে পারতাছি না, ওপেন হইতাছে প্রচুর দেরিতে, যেটুকো ওপেন হয় তাতে লেখার লিংক থাকে না। বাকিটুকো পড়তে হইলে লেখকের ব্লগ বাড়িতে যাওন লাগে। ঘন ঘন মাইনসের বাড়িতে যাওন কি বালা কতা। কয়ডা মন্তব্য করলাম, কি পাইলাম মাঝে মাঝে দেহি হেরও কোন হিসেব নাই। আমগো চেয়ারম্যান সাবরে জিগাইলাম কইলো ব্লগের নাকি চিকিৎসা চলতাছে। তয় এত দেরি হয় কেন, কোন কবিরাজরে ধরছেন। কবিরাজ সাবরে ট্যাকা পয়সা কিছু দেননা না মনে হয়। মডু ভাইরা যদি মুড ধরে থাকেন তাইলে আমরা যামু কই। এইসব হাবিজাবি বেকডেটের কবিরাজ দিয়া কিছু হইবো না, আমাগো ব্লগ বাড়ি থেইকা কোন ডাক্তর সাবরে ডাইকা নেন। হুনছি আমাগো টুডে ব্লগেও ভালো ভালো ডাক্তর পাওয়া যায়। হেগো রাইখা বেহুদা কবিরাজের পিছে গুইরা লাভ কি ?

আমি আবার পোলাপাইন মানুষ। ডেস্কটব এপ্লিকেশান হইলে নিজে কিছু বুদ্ধি দিতে পারতাম। পি এইচ পি মিয়ারে এহন ভালো কইরা জব্দ করতে পারি না। এই সব কোডিং মুখস্ত করতে করতে চুল সব পাইক্কা গেছেগা। সকিনার মায় কয় আমি নাকি পাগল হইয়া গেছি। হেতি আমার লগে কথা ছাড়ান দিয়া দিছে বুবু জান ক্ষমতায় আহনের পরেই। বুবুজান নাকি মাতারীগরে বেবাক ক্ষমতা দিয়া দেওনের পায়তারা করতাছে। এত সব ঝামেলার মইধ্যেও ব্লগটাই আছিল কথা বার্তা কওনের একমাত্র ভরশা। এহন দেহি হেইডার মইধ্যেও ঠাডা পড়ছে। আসলেরে বাবা দেশে কোন বালোবাসাই না, ভালো বাসায় ঠাডা পড়ছে। দোয়া কইরেন এসব প্যাচাল সকিনার মার কানে যেন না যায়, আইজকাল যা দিনকাল পড়ছে। কোন কথার অর্থ কোনডা কইরা আমার নামে আবার মামলা ঠুইক্যা দেয় হেই চিন্তায় আছি। এই শেষ বয়সে সকিনার মার হাতের মামলা খাইয়া সাত বছর জেল খাটনের কোন ইচ্ছা নাই। জেলের কথা বাদ দেন, ধরনের পরে পুলিশ মামারা যেই খাতির যত্ন করে হুনলে মাথার উকুন সব আমনে আমনে ঝইরা পড়ে। আল্লাহ তুই এই যাত্রা বাচাঁ। নইলে কবরে লয়া যায়, তবুও বুবুগো হাতে আর মার খাইওয়াছ না। ইজ্জতের মালিক আল্লাহ।

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File