মখা এসব বলে কি ? টাস্কি খাইলামরে ভাই, টাস্কি খাইলাম।

লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ২৭ জুন, ২০১৩, ১২:৪৬:৫৮ দুপুর

স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বলেছেন, ইসলামী ব্যাংক কে নিজেদের ব্যাংক মনে করে লেনদেন করুন। ইসলামী ব্যাংক কোন ব্যাক্তি বা দল গোষ্টির নয়, এটি বাংলাদেশ ব্যাংকের অধিনে পরিচালিত একটি বৃহৎ আর্থিক প্রতিষ্টান। তিনি বুধবার বিকেলে চাঁদপুর কচুয়ার সাচার বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ২৭তম শাখার উদ্ভোধন করা কালে এসব কথা বলেন।

এতো গেল খবরের কথা। আমাদের কথা হলো নাপাক বিরানী মঞ্চ যখন ইসলাম ব্যাংকে হামলা করেছে, ইসলাম ব্যাংক বন্ধ করে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে, তখন মখা পাগলার মনে হয়নি এটা রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি গনমুখী ব্যাংক ? জাগরন মঞ্চ যখন বিভিন্ন শাখায় হামলা করেছেন তখন তার বাহিনী কি একটি মামলাও নিয়েছে। দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্টানে হামলা রাষ্ট্রদ্রোহ হয় কিনা এই পাগলারে কেউ জিঞ্জেস করে দেখুন তো। জামায়াত বিরোধীতার নামে যারা রাষ্ট্রে অখন্ডতার বিরুদ্ধে শ্লোগান তুললো, জনপ্রিয় ব্যাক্তি প্রতিষ্টানের বিরুদ্ধে বিষেধাগার করতে লাগলো তখন এই মখা ও তার কুত্তালীগ স¤পূর্ণ নিরব ছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি।

যখন বিরানী মঞ্চের দিন শেষ হয়ে গেল, জনগনের কাছে এইডস সারখারদের লুচ্চামী আর ভন্ডামী প্রকাশ হয়ে গিয়ে হেফাজতের মতো একটি শক্তির উত্থান ঘটে গেল তখন আমাদের মখাদের বোল পাল্টে গেল। হেফাজতের বিরুদ্ধে নৃশংস গনহত্যা চালানোর পরে জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্টানের পক্ষে এভাবে খোলা খোলি মন্তব্য করে মখা বুঝিয়ে দিলেন যে, পাগলামীর বসে যে অনাচার আর অত্যাচার তারা আলেম ওলামাদের ওপর করেছে তার বিচারের মুখো মুখি হওয়ার স্বপ্ন এখন তাকেও তাড়িত করে ফিরছে। হয়তো কচিকাচার মন্ত্রীসভার বেবাক সদস্যই এই স্বপ্নে দেখা শুরু করেছেন। পোধান মন্ত্রীও একই স্বপ্ন দেখে নিজের বক্তৃতায় ইদানিং জেল জেল শব্দটি বেশি ব্যাবহর করছেন। এতদিন কেবল বিরোধী নেতৃকে জেলের ভয় দেখাতেন, ইদানিং নিজেকেও সেই কাতারে নামিয়ে এনেছেন। তিনি বুঝে গেছেন জেল খানা তার অপেক্ষায় আছে। আপনার বলেন এই মখার কথায় কে কি বুঝলেন।

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File