নিশাচর

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৬ জানুয়ারি, ২০১৩, ০৬:২২:৩৪ সন্ধ্যা



আমি নিশাচর

মধ্য নিশিতে জেগে ওঠা সব অনুরন,

কম্পন সখা বৃক্ষ শাঁখেরই

দুল দুল দুল দুলোনী দম।

-

অন্ধকারের তত্ত্ব সাধনা

সবই আছে মোর জানা,

মানা করা যত আইন রাশির

দড়িতে আমি যে টানা।

-

'ঘেউ ঘেউ' সেই কুকুরের স্বর

চিনেতো রেখেছি যতনে,

আমি যে জেনেছি কত যাতনায়

কত জন হয় কাঁদুনে।

-

কত যে কথার রাশি রাশি মালা

আমার গলাতে ঝুলছে হায়,

বলাতো হয় নি, চাই নি বলতে

সে সব কথারি অনুনয়।

-

বারে বারে ঐ দিবাকর আমা ডেকেছে আপন ডোরে,

যাই নিকো আমি বলেছি যে তারে-

'আমি ভরপুর যাতনায়'।

-

আমি নিশাচর

মধ্য নিশিতে জেগে উঠা সব অনুরন,

ভীতি সঞ্ছারি ডাহুক-পেঁচারি

শির শিরানো স্বর কম্পন।



বিষয়: সাহিত্য

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File