"বাহক"

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৬ জানুয়ারি, ২০১৩, ১২:৪৪:০১ দুপুর



প্রতিদিন প্রতিরাতে শবরী আভাসে

মন রোষে-ফোঁসে বিনাশে,

দিন আসে চলে যায়

বদনাম রয়ে যায় শুধু যে।

পাশে পাশে মুঞ্জুরী আঁকে শত যাতনায়,

দিন যায়।।

-

হাতে হাত রেখে চলার শপথে

মন ভাসে উদ্ভাসে নতুন পথে,

রথে রথ চলে যায়

সত্যের বশে হাসে সে হাসে।

আমাতে আমা তিক্ততা আসে।

বিনাশ দেখে হয়ে উঠি বিনাশী;

ঋষি অকেশী।

-

ও শাঁখের পত্র যেমনি

পত্র হয়ে যায় বর্ষায়,

তেমনি এ আমি'র আমাতে সব বর্তায়।



বিষয়: সাহিত্য

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File