অকাল বরষা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৫ জানুয়ারি, ২০১৩, ০২:৫০:১৯ দুপুর
আজি বরষা বরষা
অকাল বরষা,
জল ঝরিছে ঝর ঝর
হৃদেতে নাহি কোন ভরসা।
-
তবু শত আশা দিয়ে বাসা বেধে
চলেছি আমি অবাধে
সই নিকো কোন তরসা।
-
জোরসে জ্বর আসা
জানি সে তো অভিলাষা,
ছলানাময়ী এক অনামিকা-
নিশি-দিশি অনাশা।
-
বরষা! আজি অকাল বরষা।
হাসি লাগে হাসি
শুধু হাসা-হাসি,
নয়তো থ'বনে থেকে গুনিতে আসি
ঝর ঝর ঝর ঝরসা।
-
ধারা; বারি ধারা,
অঝর নির্ঝরা,
মিটাবে কি পিয়াসা?
পাই না ভরসা।
-
তিলে তিলে গড়া
জমরুদ খাসা,
অবশেষে হারায়ে আপন ভাষা,
রটাল নিজেই নিজের কুৎসা।
-
বরষা! অকাল বরষা।
মিটাবে কি আজ লালিত লালসা,
নাকি দেবে আজ বিপুল তিয়াসা।
-
বিষয়: সাহিত্য
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন