মা-তে মাতাল (বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত)

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৪ জানুয়ারি, ২০১৩, ০৪:৪৮:০১ বিকাল



ও সে যখনে-তখনে তোতলা তালেতে

বসে পড়ে গিয়ে মাতলা আসনে,

মাতলা মতিতে মেতে উঠে সে

নাপাক করিনু আপন বসনে

জোর উচ্ছ্বাসে হো হো করে হাসে।

মদ্য পাগল মদ্যপীরা

হাত তালি দিয়ে হাসি-খুশি মনে

প্রনাম করিছে সে পদে,

লাজ-টাজ ছুঁড়ি জড়ায়ে তাহারে

অথবা চুমে সে অপপদে

ভুলিছে সবে সম্মাননার মদে।

সৎ- এ সতী সব সাধ্বী জনেরা

'না! না!' বলে না পিছে এসে

গোঁফ চোয়ানো মদের মত্তে সত্ত্ব বিলিয়ে

নব নব সব তত্ত্ব গড়ে,

সাথে সাথে সবে শ্লোগান করে

ম-তে মদ, মা-তে মাতাল।

এ চির বর্বর, নির্লজ্জকে করতে বেতাল

হালি হালি মেলা তাল ফেলা চাই মস্তক প'রে।

নিকুচি করি মদ্যপীদের, সত্ত্ব বিলানো কাল পুরুষের

যারা কিনা পারে রাতের আঁধারে

আপন সতীর সত্ত্ব বিলাতে।

বিষয়: রাজনীতি

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File