"আমি তাহেরা বলছি"

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১২ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৬:০৮ রাত



জন্মালাম, বড় হলাম, ক্লাস টেনে পড়তাম, আমাকে খুবলে খুবলে খাওয়া হলো, তারপর মরে গেলাম, আমি তাহেরা বলছি। না, ঢাকা থেকে নয়, দেশের এককোণের শহরতলী থেকে। না, আমি ভিকারুন্নেচ্ছাতে পড়তাম না, পড়তাম আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ে, তাই পত্রিকায় ঘটা করে কেউ কিছু লেখে নি। আচ্ছা ঢাকার মানুষের জীবনের দাম বুঝি অনেক বেশী?

গ্রেফতার হয় নি কেউ। এত্ত বড়ো মানববন্ধন হলো আমাকে নিয়ে, আমার বন্ধু বান্ধব সবাই আসলো, আসলো সচেতন মহল, যেন জেগে উঠলো ছিচকে শহরতলীটা, কই দেশ তো জাগলো না। আমি কি দেশের কেউ নই! ওহ, আচ্ছা! আমি তো সাগর-রুনী নই। আমিতো সাধারণ এক মেয়ে ছিলাম। আমার জীবনের আর দাম কি?

আমি আমার কথা বলছি না, শত শত তাহেরার কথা বলছি। আমি আমার হত্যার বিচার চাই না, আমার ধর্ষণের বিচার চাই না। আমি চাই শত শত তাহেরার হত্যার বিচার, চাই শত শত তাহেরার ধর্ষণের বিচার।

আমি তাহেরা বলছি।

[প্রসঙ্গ- আলমডাঙ্গায় এস এস সি পরিক্ষার্থী তাহেরাকে ধর্ষণের পর হত্যা]

[নিউজ লিঙ্ক-

http://www.mathabhanga.com/first-page/49758]

বিষয়: সাহিত্য

১৫৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293814
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪৩
কাহাফ লিখেছেন :
এই সব অপকর্মের সঠিক বিচার না হওয়ার জন্যে স্বাধীনতা-চেতনা বিরোধী দল-মতের গভীর ষড়যন্ত্র রয়েছে!
সরকার কে বিপাকে ফেলতে এমন করা হচ্ছে!!!
293862
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপরাধের বিচার নাই এই দেশে।
অপরাধিরা এখানে সরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File