ব্লগ কি এবং কেন?
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৩ অক্টোবর, ২০১৪, ০৯:১৮:৪৬ রাত
গত বছরটা ছিল ব্লগারদের জন্য অভিশাপের সময়। একদিকে গুটিকতক ব্লগার মিলে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করার ফলে ব্লগাররা হয়ে উঠেছে 'নাস্তিক' আবার ব্লগাররা বেশি মাত্রায় রাজনৈতিক হয়ে পড়েছে। শুধু তাই নয়, কিছু ব্লগ কর্তৃপক্ষ নিজেদের প্লাটফর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করায়, এ প্লাটফর্ম আরো কলঙ্কিত হয়ে গেছে। অস্বীকার করা হোক বা না হোক, গণজাগরণ মঞ্চের আন্দোলন ব্লগ প্লাটফর্মকে জনগণের কাছে একটা নেগেটিভ ইনফরমেশন দিয়েছে। কোন ব্লগার যদি কারো সাথে কথা বলে, তাকে হয়তো প্রথম প্রশ্নের সম্মুখীন হতে হয়, 'আপনি কি নাস্তিক?'
যদিও ব্লগ প্লাটফর্মে নাস্তিকদের সংখ্যা নগণ্য। আর নাস্তিকদের এখন সঙ্গায়িত করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, এদেশে নাস্তিকতা একটা ধর্মে পরিণত হয়েছে। অন্য ধর্মের লোকেরা যেমন তাদের বিশ্বাস অন্যদের মাঝে ছড়িয়ে দিতে মরিয়া, তেমনি নাস্তিকেরাও তাদের বিশ্বাস অন্যদের মাঝে ছড়িয়ে দিতে দৃঢ় সংকল্প। এজন্য চরমপন্থী ধার্মিক (মৌলবাদী) আর চরম্পন্থী নাস্তিকদের মধ্যে আমি এখন আর কোন পার্থক্য দেখি না। এরা সহ অবস্থানে থাকতে নারাজ।
এছাড়া কিছু ব্লগে কিছু বিতর্কিত জিনিস প্রকাশ পাওয়ায় ব্লগ প্লাটফর্ম অনেকটা হুমকীর মুখে, কেননা বর্তমান রাষ্ট্রীয় সরকার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে বলে মনে হয় না। এই সময়ে আবার কিছু অনলাইন এক্টিভিস্ট নামধারীরা মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে শহীদ মিনারে মানববন্ধনে ব্যস্ত, এর দায় সাধারণভাবে পড়বে ব্লগারদের উপর। কেননা, অনলাইন এক্টিভিস্টদের সবচেয়ে শক্তিশালী উত্তরাধিকার হচ্ছে এই ব্লগাররা।
বাংলা ব্লগ এবং ব্লগাররা এতদিন যাবত থাকলেও আজো সাধারণ মানুষের কাছে প্রশ্ন, ব্লগ কি? শুধু অশিক্ষিত কেউ না, বেশিরভাগ উচ্চশিক্ষিত মানুষও ব্লগ কি জানে না। এর দায় শুধু সাধারণ জনগণের তা নয়। আমরা 'ব্লগ কি?' এর উত্তর যথাযথভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি নি। ব্লগ সম্পর্কে ব্লগারদের চিন্তা ভাবনা কমে গিয়ে শুধু তাদের নিজেদের লেখা লেখিতেই ব্যস্ত। কি করে এই প্লাটফর্মকে আরো সঞ্চারিত করা যায়।
যাই হোক, এখন প্রশ্ন হলো- ব্লগ কি?
ব্লগ ভেসে আসা কোন জিনিস নয়। অনেকের কাছে ব্লগ মনে হতে পারে মতামত প্রকাশের প্লাটফর্ম। কিন্তু আমরাতো ফেসবুকেও মতামত প্রকাশ করি, তাহলে কি ফেসবুক আর ব্লগ এক। তা কখনো হতে পারে না। ব্লগের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি তাহলে, ব্লগে শুধু লেখকেরা লেখে? তাও ঠিক নয়। অনেকে তাদের মুক্ত মতও প্রকাশ করে।
আমার মতে, বাংলা ব্লগ হচ্ছে এমন একটা প্লাটফর্ম যে প্লাটফর্ম অনালাইনে নিরবিচ্ছিন্নভাবে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অভিধান সৃষ্টি করে যাচ্ছে।
আর ব্লগাররা এই অভিধান সৃষ্টির পরিশ্রমী কারিগর।
এজন্য ব্লগ এবং ব্লগারদের তীর্যক দৃষ্টিতে দেখার কোন প্রশ্ন ওঠে না। ব্লগ যা করে তা হল, সাহিত্যের মাধ্যমে সমাজের রূপ ফুটিয়ে তোলে, দেশের খবরাখবর সরবারহ করে, দেশের চলমান অবস্থায় নাগরিকের ভাবনা প্রকাশিত করে, দেশের ইতিহাস-ঐতিহ্যের তথ্য নিরাপদে অনলাইনে সুসজ্জিতভাবে রাখে এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করায়।
ব্লগাররা যে তথ্যের যোগান দিয়ে যাচ্ছে তা দেখতে অনলাইনে সার্চ দিলেই স্পষ্ট বোঝা যায়। আর বেশির ভাগ ব্লগাররা কতটা সুন্দরভাবে তাদের ব্লগিং করে যাচ্ছে তাও বুঝতে পারবেন।
বিষয়: সাহিত্য
১০৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ সম্পর্কে যে ভুল ধারনা মানুষের মনে ছিল তা এখন দুর হচ্ছে। ব্লগ হচ্ছে সাধারন মানুষের মনের ভাবনা প্রকাশ করার জায়গা।
ব্লগ কাকে বলে সেটা জানতে পড়ুন - লগ কি? - মায়ের কাছে মামা বাড়ির গল্প
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন