মনের খোঁজে

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৪ আগস্ট, ২০১৪, ০৬:৩৫:৩২ সন্ধ্যা

পাই না তোকে খুঁজে।

তোকে খুঁজি খাঁ খাঁ রোদে,

ঝড় বাদলে,

খাঁচার মাঝে।

অলি গলি

ফুলের কলি,

সবখানেতে তুই যে র'লি।

তুই যে আমার আপন প্রিয়

জানিস কি তুই, খুঁজিস মোরে?

বিষয়: সাহিত্য

৯৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257812
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ফেরারী মন লিখেছেন : আমি সবসময় করি ফেরি
তোমায় খুঁজি জেরি
কিন্তু যে করেছি দেরি Broken Heart Broken Heart
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
201538
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ আপনাকে
257814
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
আবু সাইফ লিখেছেন : "আমার আপনার চেয়ে আপন যেজন
খুঁজি তারে আমি আপনায়-"


নিজের মাঝে খুঁজুন- পেয়ে যাবেন
তিনি আপনার সাথেই আছেন-
257882
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই
257943
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় নেই....!
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৮
201628
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : হি হি হি
258155
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : এত খোঁজাখুজি কেন ?
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:১২
202424
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : কোন বনে যে খুঁজে বেড়ায়।
258716
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৮
ইবনে হাসেম লিখেছেন : সব খোঁজাখুঁজি বাদ দিয়ে আসুন সবাই মিলে মহান সৃষ্টিকর্তাকে খুঁজি, নিজের আমল দ্বারা।
259380
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:২৯
মামুন লিখেছেন : আপনারে চিনবার ব্যকুলতা প্রত্যকের চিরন্তন এক অবচেতন মনের সুপ্ত ইচ্ছে। এই বিষয়টি ছান্দসিক উপস্থাপনায় খুন মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন। ভালোও লেগেছে, চিত্তকে উদ্বেলিত করেছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। Rose Rose Rose
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৫
203351
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File