গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৬) -শেষপর্ব
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২১ জুন, ২০১৪, ০৬:৪২:৩২ সন্ধ্যা
গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৫)
কই? কোথায় গেল ছেলেটি? চেয়ারটি মৃদু দুলছে। বাইরে তাকিয়ে দেখি এই নিঝুম রাতের প্রকৃতিতে বাতাসের টিকিটিও নেই। আমি কি ঘুমিয়ে ছিলাম? নাকি জেগে ছিলাম? আজ আমি বারান্দায় কেনই বা ছিলাম?
এইতো ক'দিন আগেই ছেলেটির মরদেহ নদীতে পাওয়া গেছে। কি হয়েছিল ওর? অবাক হলাম।
চেয়ারটি দুলছে আর দুলছে।
পড়াশুনা শেষ করে ফ্যারমেসিটিকাল একটা কোম্পনীতে চাকরী করতো ছেলেটি। আমি ওর অতি আপনজন ছিলাম। কি ছিলাম নাই বা বললাম!
পরদিন সকালে তড়িঘড়ি করে রোবাকে খুঁজে বের করলাম। প্রতিদিনের মত ড. রোবা তার কাজ করে চলছে। ডাক্তারী চেম্বারে যাবার জন্য দুই ডাক্তারের তড়িঘড়ির শেষ নেই। দুই ডাক্তারের এই একটি সম্পর্ক যে একজনকে নিঃশেষ করে দিয়েছে তা হয়তো কেউ জানে না। জানলেও ওদিকে তাকানোর কোন পথ নেই কারো।
আমি জানতাম সম্পর্কের আগের দিনেও ছেলেটি কেঁদেছিল, ছেলেটি রোবাকে কেঁদে কেঁদে বলেছিল, 'প্লিজ তুমি একটুখানি ভালোবাসো আমায়! তুমি আমার ব্যাপারটা একটু চিন্তা করো! কত বছর তোমাকে আপন ভেবে এসেছি, আমি অন্যকে কিভাবে আপন ভাবি?'
জানি, পরদিন থেকে সে পাথর হয়েছিল। সেই পাথর ক'দিন পরেই জলে সিক্ত হলো, তাই বুঝি রাতের অন্ধকারে সে এখন ঘুরে বেড়ায়।
ও জগতে গিয়েও আগের চেয়েও পাগল হয়ে গেছে ছেলেটি। তা না হলে, আমাকে বলবে কেন ও? আমাকে বলবে কেন ও?
আজ বড় অপরাধী মনে হয় নিজেকে। নিজের বর্তমানে অন্যের বর্তমানকে কিছুই মনে করি নি আমি। আজ এই ক্ষণে ডুকরে ডুকরে দুদণ্ড কাঁদারও সময় নেই আমার।
দরজায় দাঁড়ানো আমার এসিসট্যান্টটি বলে উঠল, 'নেক্সট!'
***সমাপ্ত***
বিষয়: সাহিত্য
৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন