গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৫)
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৮ মে, ২০১৪, ০৫:৩২:৪২ সকাল
গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৪)
এরপর একদিন। শীতকালের একদিন।
রোমানদের বাসায় আছি। রোবার বাবা-মা, রোবা সবাই রোমানদের বাসায়। তখনকার সময় আজকের মত গ্রাম-গঞ্জে কারেন্ট ছিল না।
সেদিন সন্ধ্যায় সবাই যখন গল্প করছে আমি থ’ মেরে রোবাকে দেখছি। একপলকে ওর দিকে তাকিয়ে ছিলাম। কখন যে পাশের মোমবাতিটার কাছে চলে গেছি টের পাই নি।
হঠাৎ মামা বলে, ‘এই ছেলে, এই ছেলে।’
কথাটি বলতে বলতে মামা আমার জ্যাকেটটা খুলে দূরে ফেলে। আমি দেখলাম, আমার সদ্য কেনা জ্যাকেটটি মোমের আগুনে পুড়ছে।
এরপর মামা-মামীতো আমাকে বকে চলল। তখনও আমার মন কিংবা দৃষ্টি রোবার দিকে ছিল।
ও বুঝতো না তা নয়। ও সব বুঝতো।
আমার মনে হত, এসময় পরিবারে নিজেই একটা উটকো ঝামেলা হয়ে গিয়েছিলাম। কারো দিকে তাকালে ভাবতাম সে যেন আমাকে নিয়ে ক্যামন ক্যামনটি ভাবছে। এক কথায়, পরিবারের ভিতর আমি অপ্রস্তুত হয়ে রইলাম।
এভাবে চলল দিন, মাস, বছর। বছর ঘুরে আসলো আরেক বছর, ডিসেম্বর ঘুরে ডিসেম্বর। তবে আমার প্রেম, আমার ভালোবাসা আসলো না; আমার হৃদয়ে শুধু ডুকরে ডুকরে কাঁদলো।
গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৬) -শেষপর্ব
বিষয়: সাহিত্য
১০৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু তোমায় ভেবে কত আশায় বুক বেঁধে ছিলাম,সে তোমায় কি আর পাব না...। ভালো হয়েছে।ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন