গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৩)

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১১ মে, ২০১৪, ০৮:১৯:৪৮ রাত



গল্পঃ প্রেম স্বীকারোক্তি (২)

৩.

আজকে আর নয়! অন্য একদিন বলি?

ঠিকই বলেছেন আপনি। আমি তখন পড়তাম ক্লাস নাইনে। রোমানকে আমি সব বলতাম। ও শুধু আমার মামাতো ভাই ছিল না। ছিল আমার বন্ধু। ও তো আমার সব কথা জানবেই। ও জেনে গেল এক ঈদে।

ওর কাজ কি ছিল শুনবেন? দুষ্টুর হাড্ডি রোমান রোবার ছোট ভাই সুমনকে বলত, আমি নাকি ওর দুলাভাই। এভাবেই একদিন রোবাও জেনে গেল ব্যাপারটা।

জী। তখন তো আমার মনের একদিকে বসন্তের বাতাস, অন্যদিকে বেদনা। একেক সময় একেক রকম অনুভূতি। কখনো ওকে ভেবে আমি হারিয়ে যেতাম স্বপ্নে।

দিবাস্বপ্নই বলতে পারেন। শুনতাম, মানুষের দিবাস্বপ্ন নাকি সত্যি হয়। কিন্তু আজ আমি জানি অনেক দিবাস্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ হতে ভাগ্য লাগে। আসলে ভাগ্যই সব। স্রষ্টা কেন আমাকে ওর সাথে জুটি করে সৃষ্টি করে নি, এজন্য আফসোস হয়।

ও! আমি স্বপ্ন দেখতাম আমি ওকে বিয়ে করব। আমি ওর সাথে থাকব, পাশাপাশি হাটব। আসলে, ওকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারতাম না, এখনো পারি না। আর ঐ যে বললাম বেদনার কথা, ওকে না দেখে থাকার বেদনা। দিনের পর দিন ওকে না দেখে থাকার বেদনা আমার মনকে দুঃখে-কষ্টে গ্রাস করে ফেলত।

সেবারের কথা। রাজ্যময় একাকার হয়ে গেল আমি রোবাকে পছন্দ করি। এসব কথা বাতাসের আগে আগে দৌড়ায়। ধামাচাপার চেষ্টা করলে আরো দ্রুত দৌড়ায়।

আমার রাজ্যের সকল পরিবার মণ্ডলীর মাঝে ছড়িয়ে গেল কথাটা।

নাহ! আমি ছড়ায় নি। কিভাবে কি হল জানি না। মনে হয় মিলি খালার জন্য ছড়িয়েছিল।

না, আব্বু কিছু বলে নি। তবে আমার সাথে কথা বলত না অনেকদিন। কিন্তু আম্মু আমাকে এক চড় দিল, আর নানান কথা বলল।

এই যেমন- এত ছোট বয়সে পাকামী। পড়াশুনা সব গোল্লায় যাবে। ইত্যাদি ইত্যাদি। আমিতো কাঁদতে কাঁদতে গুনগুন করলাম, খালি কি আমার দোষ?

সত্যি বলতে দোষ কি শুধু আমার! ও তো মিলি খালা যখন ছাদের উপর আমার নাম আর ওর নাম লিখে মাঝে একটা মাইনাস চিহ্ন দিয়েছিল, সেটা ও প্লাস করে দিয়েছিল।

ও মিলি খালা হল আমার ছোট খালা, বয়স আমাদের মত। মিলি খালার সাথে বড্ড ভাব ছিল রোবার। একদিন মিলি খালা আমাকে এসে বলে, ‘কিরে বড্ড পেকে গেছিস তাইনা। প্রেম করা শিখে গেছিস।’

খালার সাথে আমিও ফ্রি ভাবে কথা বলতাম। সব রকমের কথা বার্তা চলত খালার সাথে। খালাকে বললাম, ‘দ্যাখো না খালা, আমি তো ওকে পছন্দ করি। অনেক ভালোবাসি ওকে। ওকে বলি কিভাবে বলোতো?’

খালারতো একথা শুনে উৎসাহের শেষ নেই। খালা আমার কাছ থেকে সব শুনে রোবাকে বলে দেয়। মিলি খালা রোবাকে বলে, ‘দ্যাখ রোবা, ছেলেটা তো তোকে অনেক পছন্দ করে। জান প্রাণ দিয়ে ভালোবাসে তোকে। তুই ওর সাথে প্রেম করতে পারিস, ও খুব ভালো ছেলে।’

মেয়েদের চরিত্র বুঝাতে যেন রোবা চুপ ছিল সেদিন। এরপর একদিন মাইনাস প্লাসের সেই খেলা হল।

গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৪)

বিষয়: সাহিত্য

১২৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220352
১১ মে ২০১৪ রাত ০৮:২৮
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১১ মে ২০১৪ রাত ০৯:২২
168022
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে ঢুঁ মারার জন্য
220376
১১ মে ২০১৪ রাত ০৯:৫৫
জোনাকি লিখেছেন : শেষঃ? নাইস রাইটিং।
220380
১১ মে ২০১৪ রাত ১০:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
220411
১১ মে ২০১৪ রাত ১১:২২
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
220479
১২ মে ২০১৪ রাত ০৪:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : সুন্দর লিখছেন,চলুক।
220985
১৩ মে ২০১৪ দুপুর ১২:৩৭
নিলা পাথর লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।
227410
২৮ মে ২০১৪ দুপুর ০২:১৭
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : অনেক সুন্দর লাগলো। সুন্দর লেখার জন্য Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File