কবিতাঃ বাউন্ডুলে

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৩:৪২ রাত



বালুঝড় থেমে গেলে,

সূর্যি মামাটি উঠলে

তুমি আসবে, তুমি আসবে বলেছিলে।

আলেয়ার আলো হয়ে ভর দুপুরে

তবু তুমি আসলে না,

ভাসলে না রুদ্র-রুক্ষ মরুভূমিতে।

আর কত ক্ষণ, আর কত দিন।

আকাশের তারারা সব নিভে গেলে,

বাতাসের ঝাপটা থেমে গেলে,

তুমি আসবে, তুমি আসবে বলেছিলে।

জোনাকি হয়ে এই গভীর নিশীথে

তবু তুমি আসলে না,

জ্বাললে না আলো ঝাউয়ের শাখায়।

আর কত ক্ষণ, আর কত নিশীথ।

তোমার পায়ের চিহ্ন পড়ে আছে

লাল দিঘীর তীরে,

শুধু তুমি ছাড়া

কত জন সে চিহ্ন মাড়ায়।

কাশবনে হয় তোমার ভূতুড়ে আবির্ভাব

তোমার হাসির লাশ

ঘোরে ফেরে চারপাশ,

সেই কাশবনে শুধু

এক বাউন্ডুলে ঘুরে বেড়ায় ।

বিষয়: সাহিত্য

১১৫৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177109
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
বিন হারুন লিখেছেন : লাল দিঘী টা কোথায়? Happy
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫১
130254
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : কোথায় যে, আমি তো খুঁজে ফিরি, আপনিও খুঁজছেন নাকি? খুঁজে পেলে আপনাকে অবশ্যই জানাবো।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
130255
বিন হারুন লিখেছেন : আরে পেয়েছি, পেয়েছি এটি আমাদের চট্টগ্রাম শহরে. তবে এতে লাল কিছু নাই.
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
130258
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : পেয়েছেন তবে এই লাল দীঘি রুপক অর্থে ব্যবহার করেছি। কখনো এই লাল দীঘি আপনার ঐ লাল দীঘি, কখনো বা রক্তাক্ত হৃদয়।
177114
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
130257
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই
177155
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৪
তহুরা লিখেছেন :
177200
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০১
আইমান হামিদ লিখেছেন : আপনি কাকে আসতে বলছেন ?
178210
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
অজানা পথিক লিখেছেন : Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File