কবিতাঃ বাউন্ডুলে
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৩:৪২ রাত
বালুঝড় থেমে গেলে,
সূর্যি মামাটি উঠলে
তুমি আসবে, তুমি আসবে বলেছিলে।
আলেয়ার আলো হয়ে ভর দুপুরে
তবু তুমি আসলে না,
ভাসলে না রুদ্র-রুক্ষ মরুভূমিতে।
আর কত ক্ষণ, আর কত দিন।
আকাশের তারারা সব নিভে গেলে,
বাতাসের ঝাপটা থেমে গেলে,
তুমি আসবে, তুমি আসবে বলেছিলে।
জোনাকি হয়ে এই গভীর নিশীথে
তবু তুমি আসলে না,
জ্বাললে না আলো ঝাউয়ের শাখায়।
আর কত ক্ষণ, আর কত নিশীথ।
তোমার পায়ের চিহ্ন পড়ে আছে
লাল দিঘীর তীরে,
শুধু তুমি ছাড়া
কত জন সে চিহ্ন মাড়ায়।
কাশবনে হয় তোমার ভূতুড়ে আবির্ভাব
তোমার হাসির লাশ
ঘোরে ফেরে চারপাশ,
সেই কাশবনে শুধু
এক বাউন্ডুলে ঘুরে বেড়ায় ।
বিষয়: সাহিত্য
১১৫৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন