একুশে বই মেলা ধূলার খেলা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৪:৩৬ রাত
এবারে দুই দিন একুশে বই মেলা ঘুরে আসলাম। বই মেলায় এবার ব্যতিক্রমী দিক হচ্ছে মেলার স্থান বর্ধিতকরণ। অনেকে অনেক কথা বলছেন, কেউ বলছেন মেলাকে দুই ভাগ করার ফলে মেলা স্থান বেশী পেয়েছে। কিন্তু আমার মতে মেলাকে দুই ভাগ করে মেলার পরিবেশ বিঘ্নিত করা হয়েছে। বই মেলা একটা ধূলার খেলায় পরিণত হয়েছে। এই ধূলাকে অনেকে ছোট করে দেখতে পারে, কিন্তু এই ধূলার ফলে অনেকেই অসুখ-বিসুখে ভুগতে পারে। তাই পরিবেশগত দিক দিয়ে মেলার স্থান বর্ধিতকরণ ঠিক হয় নি।
আরেকটা বিষয় হচ্ছে স্থান বর্ধিত করার ফলে যে মেলাতে স্টলের সংখ্যা আহামরি বেড়ে গেছে তা কিন্তু নয়। আসলে সৃষ্টি হয়েছে কিছু টেলিভিশন চ্যানেলের স্টল আর কিছু মেলা ছাড়াও অপ্রাসঙ্গিক স্টল যা মেলার সৌন্দর্য হানি করেছে বৈ বাড়ায় নি। মেলার দোকান ঘুরতে ঘুরতে হঠাৎ যদি দেখা যায় কয়েকটা চ্যানেল তাদের লগো লাগিয়ে স্টল খুলে তাদের চ্যানেল দেখাচ্ছে তাহলে কিছুটা বিরক্ত হওয়া ছাড়া উপায় নেই, কেননা এটা বই-এর মেলা টেলিভিশন চ্যানেলের নয়।
আর মেলাতে যদি ভিড় না হয় তাহলে তাতে ঘুরে মজা কই পাওয়া যায়। সে কারণে বাংলা একাডেমী সংলগ্ন মেলার ভাগটি কিছুটা প্রাণহীন হয়ে রয়েছে।
আমার মতে, হয় বই মেলাকে আগের মত করা হোক অথবা সম্পূর্ণ বই মেলাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হোক এবং মেলার পরিবেশগত দিক বিবেচনায় আনা হোক।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন