গল্পঃ বাঘ মামা মুরগী চোর

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৮:২৮ দুপুর



বাঘ মামাতো ক্ষুধার জ্বালায় অস্থির। গত কয়েকদিনে সারা জঙ্গল ঘুরে একটারও ঘাড় মটকাতে পারে নি বাঘ মামা। এরি মাঝে শিয়াল পণ্ডিত এসে হাজির। শিয়াল পণ্ডিত বলে, ‘মামা কেমন আছো? তোমার দিন কাল কেমন চলছে?’

বাঘ মামা বলে, ‘কি আর বলব ভাগ্নে, ক’দিন ধরে পেটে কিছুই পড়ে নি।’

শিয়াল পণ্ডিত ভাবে, এইতো সুযোগ গৃহস্থকে শায়েস্তা করার।

শিয়াল পণ্ডিত বলে, ‘কি যে বল মামা, এইতো কালকেই দেখে এলাম এক গৃহস্থ একটা বিরাট বড় গরু কিনে এনেছে। ওটার ঘাড় মটকাতে পারলেই তোমার দশ দিনের খোরাক হয়ে যাবে।’

শিয়াল পণ্ডিত যে বাঘ মামাকে সারা জীবন বোকাই বানায় তা কিন্তু নয়। কত উপকারই না বাঘ মামার করেছে শিয়াল পণ্ডিত তার শেষ নেই। একবার বাঘ মামার জ্বর হলে, গঞ্জে গিয়ে ওষুধ পর্যন্ত নিয়ে এসেছে শিয়াল পণ্ডিত। তাই শিয়াল পণ্ডিতের উপর বাঘ মামার বিশ্বাস অনেক বেশী।

বাঘ মামা বলে, ‘এই ক’দিন কোথায় ছিলি হতচ্ছাড়া? এ খবরটা আগে দিবি না আমাকে! চল, ঘাড়টা মটকে আসি।’

তখন ছিল রাত। বাঘ মামা আর শিয়াল পণ্ডিত চলল গৃহস্থের বাড়ি। গৃহস্থের বাড়ি গিয়েই বাঘ মামাতো গর্জন করতে শুরু করে দিল। বাঘের গর্জন শুনে গৃহস্থ ভয়ে ঘর থেকে বের হয়ে গ্রামের ভিতর চলে গেল। এদিকে আবার বাঘের গর্জন শুনে গৃহস্থের খামারের মুরগীরা ভয়ে জড়সড় হয়ে রইল।

বাঘ মামা এদিক-ওদিক তাকিয়ে কোন গরু না দেখতে পেয়ে শিয়াল পণ্ডিতকে বলে, ‘কই রে? গরু কই?’

শিয়াল পণ্ডিত বলল, ‘মামা, একটু বাড়ির পিছনের দিকটা খুঁজে দ্যাখো।’

শিয়াল পণ্ডিত এই ফাঁকে মুরগী ঘরে ঢুকে যতগুলো পারল মুরগী নিয়ে পালাল।

বাঘ মামাতো বাড়ির পিছনেও গরু না পেয়ে রেগে মেগে অস্থির। বাড়ির ভিতরে এসে দেখে শিয়াল পণ্ডিতও উধাও। মুরগী ঘরের দরজা খোলা দেখে আর কিছু বুঝতে বাকী থাকল না বাঘ মামার। শিয়াল পণ্ডিত যে নিজের পেট ভরাতেই বাঘকে নিয়ে এসেছে তা ঠিকই বুঝতে পারল। একদিকে খালি পেট, আর অন্যদিকে শিয়ালের ধোঁকা। বাঘ মামা রাগে গজরাতে লাগল।

ওদিকে গৃহস্থ গ্রামবাসীদের জাগিয়ে লাঠি-শোঠা নিয়ে বাঘকে ধরতে আসল। বাঘ মামা কোন মতে জীবন নিয়ে পালাল।

তারপর গৃহস্থ দেখতে লাগল, তার কিছু খোয়া গেছে কিনা। শেষে দেখল তার কয়েকটা মুরগী নেই। সারা গ্রাম রটে গেল, বাঘও এখন মুরগী চুরি করে।

এরপর থেকে শিয়াল পণ্ডিত সেই গৃহস্থের বাড়িতে মুরগী চুরি করতে আসলে মুরগীরা যতই চিল্লা-চিল্লি করুক না কেন, বাঘের ভয়ে গৃহস্থ ঘর থেকেই বের হয় না।

---সমাপ্ত---

বিষয়: সাহিত্য

২৮৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176686
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
129927
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ আপনাকে
176695
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
বাকপ্রবাস লিখেছেন : শেষ পর্যন্ত চোরের জয় হল, যে করেই হোক চোরের শাস্থির ব্যাবস্থা করা হলে নৈতিক জয় হতো গল্পের
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২১
129933
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এরকম অনেক মন্তব্য এখন পাচ্ছি ভাই, উত্তরটা এক একটা ব্লগ আকারে দিব কয়েকদিন পর। আর কয়েকটা লিখে নিই। তবে আপনার দিক-নির্দেশনা মূলক মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
176701
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : প্রতিদিন একটা করে সুন্দর গল্প উপহার দেন। ভালো লাগে তো এত গল্প পান কোথায়?
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
129925
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : প্রতিদিন মাথার ভিতর ইদানিং এই থিম নিয়েই চিন্তা করি। দিনের কোন এক ভাগে একটা ভালো সূত্র পেয়ে যায় নতুন গল্প লেখার জন্য।
176727
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
বিন হারুন লিখেছেন : অনেক অনেক ভাল লেগেছে Rose Rose Rose
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
129923
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : আপনাকে ধন্যবাদ বিন হারুন ভাই।
176739
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই বাঘ আর শিয়াল নিয়ে কি কোন গল্পের বই প্রকাশ করবেন।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
129921
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : দেখা যাক ভাই, লিখে তো যাই। এই বইমেলায় তো পারলাম না, সামনে বই মেলায় দেখা যাক।
178410
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
অজানা পথিক লিখেছেন : শিশুতোষ! অসাধারন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File