গল্পঃ শিয়াল পণ্ডিত গ্যাঁড়াকলে

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৪:০৮ রাত



বনের ধারেই ছিল এক গ্রাম। সেই গ্রামে এক গৃহস্থের ছিল এক মুরগীর খামার। খামারে ছিল সব তাজা তাজা মুরগী। শিয়াল পণ্ডিত মাঝে মাঝেই সেই খামার থেকে মুরগী চুরি করত। গৃহস্থ নানা রকমভাবে চেষ্টা চালায় শিয়ালের হাত থেকে মুরগীদের বাঁচানোর জন্য। কিন্তু কিছুতেই কিছু হয় না। শিয়াল পণ্ডিত ঠিকই মুরগী চুরি করে আনে।

তো সেই খামারে খুব বুদ্ধিমান এক মোরগ থাকত। একদিন সে সবাইকে নিয়ে মিটিং করতে বসল এবং শিয়ালকে উচিৎ শিক্ষা দেবার জন্য ফন্দি আটল। তারা ঠিক করল তাদের একদল মাঝ রাত পর্যন্ত জেগে থাকবে আর আরেকদল বাকী অর্ধেক রাত জেগে নিজেদের পাহারা দেবে। শিয়াল আসলেই যে দল জেগে থাকবে তারা চেঁচামেচি শুরু করে দেবে। আর গৃহস্থ টের পেয়ে তাদের বাঁচাবে।

তারপর একরাতে শিয়াল পণ্ডিত মুরগী চুরি করতে সেই গৃহস্থের বাড়িতে আসল। শিয়াল পণ্ডিত যেই না মুরগী ঘরের ভিতর ঢুকল সেই মুরগীরা একসাথে চিৎকার করতে লাগল। গৃহস্থ টের পেয়ে তড়িঘড়ি করে উঠে হাতেনাতে শিয়াল পণ্ডিতকে ধরে ফেলল আর আচ্ছা রকম উত্তম-মধ্যম দিল। শিয়াল পণ্ডিত কোনরকমে জীবন নিয়ে ফিরল।

শিয়াল পণ্ডিত তো এমন মার আর কোনদিন খায় নি। তিনদিন বেচারা বিছানা থেকেই উঠতে পারল না।

এরপর থেকে শিয়াল পণ্ডিত মনে মনে গৃহস্থকে নানারকম অভিশাপ দেয় আর ভাবে, ‘দাঁড়াও দেখাচ্ছি মজা, তোমরা মুরগী ধরে ধরে জবাই করে রোস্ট বানিয়ে খাবে তাতে কিছু হবে না। আর আমি দু’একদিন চুরি করলেই দোষ!’

---সমাপ্ত---

-জেরী ১২/০২/২০১৪

বিষয়: সাহিত্য

১১৮৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176435
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
129646
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদHappy
176450
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর হয়েছে গো সুন্দর
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
129648
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : Applause Applause
176509
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : শিয়াল গবেষক!!!হাহাহা Big Grin Big Grin Big Grin
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
129741
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ আপনাকে
176531
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৯
জবলুল হক লিখেছেন : বাহ।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
129742
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ আপনাকে
178411
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
অজানা পথিক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File