অদক্ষ নাপিত এবং আমার চুল
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ৩০ জানুয়ারি, ২০১৪, ০৪:০৬:০৬ বিকাল
অদক্ষ নাপিতের হাতে পড়িয়া আজ আমি আমার চুলগুলিকে আপাতত বিশৃঙ্খল ও অসুন্দর করিয়া ফেলিলাম। চুলের প্রতি যত্ন লইবার চেষ্টাও করিও নাই কোন দিন। তাহা সত্ত্বেও আমার চুলগুলি কেন জানি একটু বেশীই সুবোধ। কয়েকদিন পরই তা দ্রুত বর্ধিত হইয়া আবার আগের রূপে ফিরিয়া আসিবে। তাই চিন্তা নাই।
কিন্তু বিষয় হইল, আমি নাপিতের হাতের কাঁপাকাঁপি দেখিয়া বুঝিলাম ইহা করা সহজ নয়। দক্ষতার কত প্রয়োজন তাহাও বুঝিলাম। তবে ব্যাপারটা বুঝিতে বুঝিতে আমার চুলের বারোটা ততক্ষণে বাজিয়াছে। তাহাকে ধমক না দিয়া বরং বাকী সময় তাহার ইতঃস্তত হাতে কাঁচি চালানো দেখিতে লাগিলাম। নাপিতটিও বুঝিতে পারিয়াছিল, এ আমি কি করিলাম!
যাই হোক, এতে আমার বোধের স্নায়ুতে নাড়া পড়িল। কত জনের কত অঙ্গ-প্রত্যঙ্গই না বিকৃত হইয়া থাকে। কিন্তু সবচেয়ে বেশী বিকৃত যে বিষয়টা এ যাবত কালে আমার চোখে পড়িয়াছে তাহা হইল মানুষের মানুসিকতার বিকৃতি। সৃষ্টিকর্তা আমাদের মানুসিকতাকে সুন্দর করিয়া দিক এটাই আশা।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার। ভালো লাগলো পড়িয়া।
মন্তব্য করতে লগইন করুন