মরেও সবাক নেলসন মেন্ডেলা, আমরা কেন নীরবতা পালন করব!

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৯:২৭ রাত



আজ রোটারি ক্লাবের একটি সেমিনারে ছিলাম, বিকাল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। সেমিনারটি যথারীতি দেরীতে আরম্ভ হল। এটা যে এদেশের রীতি তা কারো অজানা নয়। শেষও হল দেরীতে। সেমিনারের প্রথমের দিকেই একজন বক্তা বললেন, আজ মহান ব্যক্তি নেলসন মেন্ডেলা মারা গেছেন। এজন্য তাকে সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করতে হবে। আমি অবাক হলাম না, কারণ এটাই রীতি। কিন্তু আমি দিনের পর দিন, রাতের পর রাত কত মুহূর্ত নীরবতা পালন করেছি, কাকে সম্মান জানাতে নীরবতা পালন করেছি তা আমার অজানা। আজকের এই দিনে নীরব থেকে, ঘুমন্ত না থেকে চিৎকার করে আমরা বলি, 'বর্ণবাদ চুলোয় যাক', বা 'বর্ণবাদ নিপাত যাক'। এরকম সবার মুখে এই কথা শুনতেই নেলসন মেন্ডেলা সারা জীবন লড়ে গেছেন। সবাকতাই তাকে সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। কারণ তিনি মরে যেয়েও বর্ণবাদের বিরুদ্ধে আজও সবাক, আগামীতেও সবাক। তার নামের সাথে যেন এই সবাকতা মিশে আছে। আসুন আমরা সবাই আজ বিনম্র শ্রদ্ধা জানাতে চারিদিকে ছড়িয়ে দিই বর্ণবাদের বিরুদ্ধ কথা।

''বর্ণবাদ নিপাত যাক''

বিষয়: আন্তর্জাতিক

১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File