জেরীর প্রথম বই প্রকাশের প্রয়াস এবং টমটম গাড়িতে আরোহণ
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৭ অক্টোবর, ২০১৩, ১০:৪৮:১৪ সকাল
গণজাগরণ মঞ্চের জন্য গতবার খুব খারাপ গেছে বই মেলা, লাখ লাখ টাকার বই এখনো গোডাউনে, তাই নতুন লেখকদের এবার ছাড় দেবার কোন প্রশ্নই নেই কোন প্রকাশনীর। বেশ কয়েকটা প্রকাশনী মালিকের সাথে সাথে কথা হল তিন দিন বাংলাবাজারে যাবার পর। সবার অভিমত একই রকম। পাণ্ডুলিপি পড়ে তাদের ভালো লেগেছে, কিন্তু কিছুই করার নেই তাদের।
প্রথম প্রথম কোন কিছু করা বেশ কঠিন কাজ। তাই আমার কাজটাও যে কঠিন হবে তা আগে থেকেই জানতাম। অনিশ্চয়তা আজকে আরো গভীর কেননা, দু'টি প্রকাশনী মনে ধরিয়ে দিয়েছে দু'টি অঙ্ক। দু'টি অঙ্কই বিশ হাজারের কাছাকাছি।
তবে বাংলাবাজারে যাবার সুবাদে হয়েছে মজার এক অভিজ্ঞতা। সেটা হল, পুরান ঢাকার ঐতিহ্যবাহী টমটম গাড়িতে আরোহণ। সাধারনত রোগাটে ঘোড়া দিয়েই চলে এই গাড়ি। সদরঘাট টু গুলিস্থান। ভাড়া বিশ টাকা। তবে দুই চাকা আর দুই ঘোড়ার এই গাড়িতে চড়ার মজাটা একদম আলাদা। ফুরফুরে বাতাস আপনার গায়ে লাগবে টমটম গাড়িতে চড়লে। যদি যান-জট না থাকে তাহলে টগ বগিয়ে ঘোড়া ছুটবে। সাথে সাথে হবে আজব এক শব্দ। সাধারনত ১২ জনকে বহন করতে পারে একটি টমটম গাড়ি। রাস্তায় আর সব যানবাহন টম টম গাড়িকে বেশ ভয় করে কেননা এর গরুর চাকার মত দেখতে কঠিন চাকা যে কোন মুহূর্তে অন্য গাড়ির ক্ষতি করতে পারে। সামনে দাঁড়িয়ে অথবা বসে হাতে একটা চাবুক নিয়ে টমটম গাড়ি চালায় একজন। মাঝে মাঝেই সপাং সপাং করে চাবুক পড়ে ঘোড়ার গায়ে। ঘোড়া চলতে থাকে, চেনা পথে, চেনা বিষাক্ত বাতাসে।
বিষয়: সাহিত্য
১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন