সুন্দরবনে টারজানের আগমন এবং রামপাল বিদ্যুৎ প্লান্টের ভবিষ্যৎ

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৪ অক্টোবর, ২০১৩, ০৮:১০:৩২ রাত



আরে ভাই দেশের মানুষ ব্যস্ত! হবে হবে রামপাল। আসলে কি তাই? হয়েছে ঘোষণা জোরসে-"হবেই হবেই রামপাল"। বিষয় গেছে রাজনীতির মাঠে। সুন্দরবনের যাই হোক, হবেই হবেই রামপাল।

তবে একি হচ্ছে সুন্দরবনে। টারজান কোথা থেকে এলো!

আহ! স্বস্তির নিঃশ্বাস!

একি দেখছি আমি, বাঘ-ব্যাঙ সবাইকে নিয়ে মিটিং বসিয়েছে টারজান। হচ্ছে কথা সবার সাথে। টারজানের হাতে ইআইএ রিপোর্ট। এটা কি কেউ জানে? চুপ! কাউকে বলবেন না।

টারজান ইআইএ রিপোর্ট সবার সামনে জোরসে পড়ে শোনায়। পাশে আছে জেন। জেন তাকে সেই আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে এসেছে সুন্দরবনে।

টারজান বলে, "চিন্তার বিষয়। বলে কথা চৌদ্দ কিলো, আসলে তাকি হয়! আমি তো কাল গেলাম, হলে হবে নয়।"

হরিণ বলে চিৎকার করে সব পড়ে শুনায়, "কি! কি! নির্মাণের আগেই রামপাল করবে ক্ষতি। দাঁড়াও দাঁড়াও বুঝি এদের মতি। সবাই শোন বলছি সহজ কথায়, ইআইএ বলে সবি জটিল ভাষায়। আমি খাই লতাপাতা, তাই আছে আমার সরলতা। শোন সবাই,

রামপালে যদি হয় বিদ্যুৎকেন্দ্র- মাটি, পানি, মাছের হবে বিপদ। শুধু তাই নয়, মানুষেরও আছে বিপদ। কৃষি যাবে রসাতলে।"

মৎস্য বলে নদী থেকে, "একি শুনালে হরিণ ভাই। আমি শেষ! আমার বুঝি রক্ষা নাই। আমি শেষ!"

হরিণ বলে চিৎকার করে, "বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল ও যন্ত্রপাতি, সুন্দরবনের নদী পথে হবে তাদের গতি। এর ফলে বাড়তি নৌযান, তেল নি:সরণ, শব্দদূষণ, আলো, বর্জ্য নিঃসরণ সুন্দরবনের ইকো সিস্টেম করে দেবে গড়বড়। বিশেষ করে বাঘ মামা, ডলফিন চাচু আর আমার হবে ক্ষতি।"

জেন বলে, "পরের টুকু শোন আমার মুখে। যদি হয়েই যায় রামপাল তবে কি হবে এ বনের। নাইট্রোজেন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইডে ভরে যাবে বন। কার্বন ডাই অক্সাইডও যাবে বেড়ে। বাতাস হবে দূষিত। থাকা হবে দায়।"

সবাই বলে, "তারপর! তারপর!"

টারজান বলে, "পানির হবে দূষণ, তাপমাত্রা পাবে বৃদ্ধি, বিষাক্ত ছাই-এ ভরবে বন।"

সবাই শ্লোগান তোলে, "মানি না! মানব না! এ অবিচার মানি না।"

টারজান বলে, "শোন তাহলে, যদি হয় রামপাল, হবে আমাদের ক্ষতি। তাই আমাদের কি করা উচিৎ?"

সবাই বলে, "কি? কি?"

টারজান বলে, "আক্রমণ, পথ আছে একটাই। রামপাল আমাদের দখলে নিতে হবে।"

সবাই বলে, "ঠিক! ঠিক!"

বাঘ মামা কেশে বলেন, "শান্ত হও সবাই। আমার ক্ষতির কথা ভেবেছে কেমনে ঐ দোপেয়ো? হবে হবে দখল রামপাল। বনময় খবর ছড়িয়ে দেওয়া হোক। টারজান- তুমি পরিকল্পনা তৈরী করো, কিভাবে রামপাল হবে আমাদের। কালকেই রামপাল অভিমুখে আমাদের লংমার্চ।”

টারজান মুচকি হেসে বলে, "ঠিক আছে বস।"

সুন্দরী গাছ কয়, "আমি যাব মরে, হয় যদি বিদ্যুৎ প্লান্ট। কিন্তু লং মার্চে কেমনে যাব আমি?"

টারজান বলে, "তুমি হলে বনের রাণী। তুমি থাকো বসে। রাণী কি যুদ্ধে যায়?"

বনমোরগ, সাপ, ব্যাঙ সবাই নাচে লং মার্চে যাবে বলে।

জেন এসে দাঁড়ায় টারজানের পাশে। টারজান চিৎকার করে বলে, "রামপালে কোন বিদ্যুৎ প্লান্ট হবে না। যদি হয় তবে মানব জাতির সাথে আমাদের সংগ্রাম চলবেই। আমাদের উপর দিনের পর দিন মানুষেরা যে নির্যাতন করছে তা মানুষের উপর হলে বুঝত। আমি মানুষ তবু তোমাদের সাথে ছোটবেলা থেকে থাকি তাই তোমাদের দুঃখ বুঝি। রামপালে কোন প্লান্ট হবে না। কোন অবস্থাতেই না।"

সবাই চিৎকার করে বলে, “হবে না! হবে না! রামপালে বিদ্যুৎ প্লান্ট হবে না!”

বিষয়: সাহিত্য

১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File