চায়ের দোকানে
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০১ অক্টোবর, ২০১৩, ১২:০৫:০৬ রাত
আজ সন্ধ্যায় একটা চায়ের দোকানে চা খেতে বসলাম। চা খাচ্ছি, এমন সময় একটা লোক আসল। অবাক তার চেহারা- লিকলিকে শরীর, গায়ে স্যান্ডো গেঞ্জি, খোঁচা খোঁচা দাঁড়ি। লোকটা পাগল নাকি পাগল না ঠিক বুঝে উঠতে পারলাম না।
লোকটি আমার সামনে এসে বলে,"মামা, চা! মামা চা!" হাত ইশারা করে চায়ের কেতলীর দিকে দেখায়।
প্রথমবার আমাকে বলার পর আমি কিছু বললাম না। তারপরের বার চা ওয়ালাকে চা দিতে বললাম।
লোকটি পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে, চোখ ফিরিয়ে ভালো করে দেখলাম। অসহায়ত্ব-এর পূর্ণ ছাপ তার মুখে।
লোকটি আমার পাশে দাঁড়িয়ে চা খেল। আমার চা খাওয়াও শেষ হয়ে গেল। আমি টাকা দিতে যাব, সে সময় লোকটি আমাকে বলে, "একটা সিগারেট! একটা সিগারেট! একটা শেখ!"
আমি তার সিগারেটের প্রতি টান দেখে অবাক হলাম। বারবার আমি তাকে বললাম, "আমি কাউকে সিগারেট খাওয়াই না।"
তবু লোকটি বারবার বলতে লাগল। তবে আমি তাকে দিলাম না। আসার সময় পিছন ফিরে দেখলাম, তার অতৃপ্ত মুখখানি। হয়তো ঐ একটি সিগারেট তার মুখে এবং মনে আনন্দের রেখা নিয়ে আসত। সিগারেট খারাপ জিনিস তাই আমি তাকে দেয় নি। কিন্তু তার অতৃপ্তির মুখ খানি কেন জানি ভুলতে পারছি না।
বিষয়: বিবিধ
১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন