তুমি কে ! তুমি কে! (গানটি সুরের অপেক্ষায়)
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৪৮:২৭ বিকাল
তোমার জন্য মন কেঁদে মরে
ফিজিক্সের জন্য নয়।
তোমার জন্য মন কেঁদে মরে
টিপল ই'র জন্য নয়।
তোমার কথা মনে পড়ে
ম্যাথম্যাটিকসের কথা নয়।
তুমি কে! তুমি কে!
খুঁজে খুঁজে হয়রান!
কেমিস্ট্রি আজ জটিল বিষয়
মাথায় আমার ঢোকে না,
তুমি তো একটা সহজ বিষয়
তোমায় ছাড়া বাঁচি না।
তুমি কে! তুমি কে!
খুঁজে খুঁজে হয়রান!
ল্যাবরেটরিতে শত ভুল-ভাল
এখনতো আমার নিত্য কাজ,
তোমার বিষয়ে
নেইতো কোন ভুল।
আমি খুঁজে খুঁজে হয়রান,
তোমাকে! তোমাকে!
******
বিষয়: সাহিত্য
১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন