[[[পৃথিবীময় Walk Free আন্দোলন; আধুনিক দাসত্বয়ের বিরুদ্ধে আধুনিক সংগ্রাম]]]

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২০:২৬ বিকাল



Walk Free আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী থেকে Modern Slavery বা আধুনিক দাসত্বকে নির্মূল করা। মে ২০১২ –তে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা সচেতনতা মূলক পোস্ট দেওয়া শুরু করে। শুধুমাত্র ফেইচবুকে তাদের ফ্যান সংখ্যা এই অল্প সময়ে ২৫ লক্ষ ছাড়িয়েছে। Walk Free-এর মোট আন্দোলনকারীর সংখ্যা বর্তমানে ৪০ লক্ষের কাছাকাছি। এই আন্দোলনের অফিসিয়াল সাইট Walkfree.org –এ তারা তাদের কার্যপ্রণালী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সেখান থেকে আমরা সহজেই আধুনিক দাসত্ব নির্মূলের পদ্ধতি জানতে পারি। আধুনিক দাসত্ব নির্মূলে Walk Free এর পরিকল্পনাও সেখানে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিও ক্লিপ এবং ছবির মাধ্যমে বিশ্বে আধুনিক দাসত্বয়ের স্থানগুলো তারা চিহ্নিত করেছে।

Walk Free মনে করে পৃথিবীব্যাপী দাসত্ব এখনো লুকায়িত অবস্থায় রয়ে গেছে যা বিস্তার লাভ করেছে কল-কারখানায়, কৃষকের মাঠে, ঘরে-বাইরে, শহরে এবং গ্রামে। শিশু শ্রম, শ্রমিক অধিকার খর্ব, নারী নির্যাতন, কাজের লোকর উপর দৈহিক, মানসিক বা আর্থিক নির্যাতন এসব দাসত্বের ভিতর অন্তর্ভুক্ত। Walk Free – সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সাধারনত এই সব দাসত্বয়ের খবরগুলো বিশ্বকে জানিয়ে দেয়। তাদের মতে পৃথিবীতে বর্তমানে আধুনিক দাসের সংখ্যা ২১ মিলিয়নের কাছাকাছি। পৃথিবীতে এই আধুনিক দাসের রক্ত খেয়ে পিশাচরূপী দাস লালন পালনকারীরা প্রতি বছর ৩২ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে। কিন্তু এর মধ্যে যদি অর্ধেক মানে ১৫.৫ বিলিয়ন ডলার এই সব দাসদের জন্য খরচ করা হত তাহলে তারা ভালো মানের জীবন যাপন করতে পারত। পৃথিবীর ৫৮ টা দেশের দাসরা এখন ১২২ টি পণ্য তৈরিতে ভূমিকা রেখে যাচ্ছে। কিন্তু তারা তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত।

Walk Free এর কাজের ধাপ মোট ১১ টি। এই অনুযায়ী তারা তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

১। পৃথিবীর মানুষকে আধুনিক দাসত্বয়ের ব্যাপারটি জানানো হবে

২। পৃথিবীর মানুষ সব জেনে জেগে উঠবে

৩। আধুনিক দাসত্ব নির্মূলে মানুষেরা আন্দোলনে যাবে

৪। আধুনিক দাসত্বয়ের ব্যাপারটি পৃথিবীর সবাই গুরুত্বের সাথে দেখবে

৫। বিভিন্ন দেশের সরকার দাসত্বয়ের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে

৬। ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ দাসদেরকে দাসত্ব থেকে মুক্তি দেবে

৭। আস্তে আস্তে আধুনিক দাসত্বয়ের সংস্কৃতি পরিবর্তিত হবে দেশ থেকে দেশে

৮। আধুনিক দাসত্বয়ের মানচিত্র পাল্টে যাবে।

৯। দাস কাঠামোর ভিতর থেকে সচেতন নেতা বের হয়ে আসবে

১০। জনগণের নেতারা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করবে

১১। এবং দাসত্ব মুক্ত নতুন পৃথিবীর আবির্ভাব হবে।

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আধুনিক দাসত্বয়ের হার মারাত্মক পর্যায়ে। সকলের মাঝে সচেতনতার বানী পৌঁছে দিতে Walk Free সচেতন। Walk Free আন্দোলনে যোগ দিতে ফেচবুক থেকে http://www.facebook.com/walkfree.org পেজটিতে লাইক দিতে হয় এবং ছবি শেয়ার করে আন্দোলনে সচল থাকতে হয়। Walkfree.org –এ Log in করে Walk Free এর সকল আপডেট ইমেইল-এ পাওয়া সম্ভব।

-মোঃ মোস্তাফিজুর রহমান জেরী

ঢাকা বিশ্ববিদ্যালয়

DUTIMZ.com

বিষয়: বিবিধ

১৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File