দরবেশের ক্ষমতা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২১ জুলাই, ২০১৩, ০৯:৪৫:১৭ সকাল
গোলাম মাওলা রনিকে নিয়ে চলছে নানা কথা। আমি এই তরুণ রাজনীতিবিদকে পছন্দ করি, যেমনটি করি আন্দালিব রহমান পার্থকে। কালকের ঘটনার পরও করি।
গতকালের ঘটনার বিষয়টা সুক্ষভাবে দেখুন। দরবেশের ক্ষমতা রনির চেয়েও বেশী। দরবেশ চাইলে তাকে হত্যার হুমকি দিতে পারে। চাইলে তার পিছনে লোক লাগাতে পারে। চাইলে সব মিডিয়াকে টাকা দিয়ে কিনে নিতে পারেন। তিনি যে দরবেশ। দরবেশের সাথে কি পারবে পুচকে রনি? মাথা ঘামিয়ে টিভি চ্যানেলের এক কর্মকর্তাকে দিয়ে দরবেশ মামলা ঠোকেন পুচকে রনির বিরুদ্ধে। বাংলাদেশে কার সাহস আছে কোন চলতি এম, পির বিরুদ্ধে এরকম মামলা করার? দরবেশ যে এ ক্ষমতাও রাখেন। দরবেশ পুচকে রনিকে হত্যা করলেও দরবেশের কিছুই হবে না। দরবেশ যে হাজার হাজার কোটি টাকার মালিক!
এই সব দরবেশেরা সব সময়ই দরবেশ, যে দলই ক্ষমতায় আসুক না কেন। দরবেশের কথা মনে আসলেই ইবনে বতুতার ভ্রমন কাহিনীর কথা মনে আসে। তখনকার দরবেশ আর এখনকার দরবেশের মধ্যে পার্থক্য করে অবাক হই।
বিষয়: রাজনীতি
২০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন