পরকীয়ার সাক্ষাৎকার ::ছোট গল্প::

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৮ মে, ২০১৩, ০৮:৩১:১৬ রাত

- আমি এক পরকীয়া । এরকম নির্বোধের মত প্রশ্ন আশা করি নি।

- দুঃখিত। আপনি যে নিজেকে পরকীয়া দাবি করছেন, এর প্রমাণ কি?

- এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন কতবার পালিয়েছি।

- আপনি কেন পরকীয়া করলেন? কারণটা কি?

- আমি তখন ক্লাস টেন-এ পড়তাম। তখনই আমি ভালবাসতাম একজনকে। ব্যস! একারনেই।

- মানে? কিছুইতো বুঝলাম না।

- ওর নাম ছিল আবেদ। আমি আমার জগত সাজিয়েছিলাম ওকে দিয়ে। আমার প্রতি কোষে ও মিশে ছিল। আমার নিঃশ্বাস-প্রশ্বাসের সমীকরণও ওকে ছাড়া মিলত না। আমি ওকে ভালবাসতাম। নাহ! আপনি আমার স্বপ্নময় অতীতে নিয়ে যাচ্ছেন।

- তারপর কি হল?

- তারপর আমার বিয়ে ঠিক হল। আরেকজন মানে আমার বর্জিত স্বামীর সাথে। আমি মনঃ দ্বন্দ্বে পড়ে গেলাম। আমি জানতাম আবেদ এখনো আমাকে বহনের যোগ্য হয় নি। তাই বিষয়টা নিয়ে মাতামাতি করলে তার ভবিষ্যৎ রসাতলে যাবে। আমার মন কেঁদে ফিরত প্রতি মুহূর্ত। কিন্তু আমি কিছুই তাকে বলি নি। আমার পরিবারকেও বলি নি কেননা তারা কখনোই মানবে না। আমাদের সমাজ এটাকে চরিত্রের দাগ হিসেবেই মানে।

- ও, তাহলে বিয়েটা হয়েই গেল আপনার!

- তখনি না। বিয়েটা হয়েছিল আরো ৬ মাস পরে। স্বামী কলেজের শিক্ষক। বেশ ভাল মানুষ। সৎ এবং ত্যাগী। আমাকে অনেক ভালোবাসত।

- আপনি এই ভালো মানুষটিকেই কষ্ট দিলেন? আপনার কষ্ট হয় নি তাকে কষ্ট দিতে।

- আমি তাকে কোন দিনই মন থেকে মেনে নিই নি। সে আমার শরীরের, মনের নয়। আমিতো কষ্টের জন্য তাকে কষ্ট দেয় নি। আমি তো তাকে বার বার ছেড়েছি তাকে মুক্তি দেবার জন্য। সে এখন মুক্ত, কলঙ্কে ভরা এক নারী থেকে।

- আপনাদের অর্থাৎ আপনার ও আবেদের বিচ্ছেদ কতদিনের ছিল?

- বিচ্ছেদ! কিসের বিচ্ছেদ! তার মনের সাথে আমার বিচ্ছেদ ঘটে নি কখনো।

- সে রকম নয়, বিয়ের পর কতদিন আপনাদের যোগাযোগ বন্ধ ছিল?

- তের বছর। খুবই কঠিন সে সময়। একদিকে আমাকে সন্তান না নেবার লড়াই, অন্যদিকে অপেক্ষা।

- আপনার কি মনে হয়, সে কি আপনাকে এই দীর্ঘ তের বছরে ভুলে যায় নি?

- হয়তো ভুলেছিল। কখনো জিজ্ঞাসা করি নি। ভুললেও ক্ষতি কি। সেওতো সমাজের দাস । সমাজের গতির বিপরীতে চলার সাধ্য কতজনের আছে। এরি মাঝে সে হয়েছে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার এবং একজন সুন্দরী পত্নীর অধিকারী।

- আপনি সমাজের বিপরীতে চললেন কেন?

- সমাজ! সমাজ সব সময় মনের কথা বোঝে না। সবার মনের কথা বুঝতে গেলেও সমাজ চলে না। তবে আমার সমাজ যে শুধুই আমি। আমি বুঝি, মনের শান্তিই বড় শান্তি। মন যেখানে তৃপ্ত, সেখানে অন্য প্রশ্নের স্থান নেই আমার সমাজে।

- পরিবারের সাথে আপনার সম্পর্ক কেমন এখন?

- অনেক আগেই পরিবারের সহানুভূতি হারিয়েছি। মাঝে মাঝে ছোট ভাইয়ের সাথে যোগাযোগ হয়।

- কিছু মনে করবেন না, একটু বেশী ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছি, আপনার সাথে তার অবৈধ সঙ্গম কতবার হয়েছে?

- আপনারা শুধু শারীরিক সঙ্গমের হিসাব নিকাশেই ব্যস্ত। এর মাঝে যে কত শত-সহস্র বার তার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সঙ্গম হয়েছে, তার খোঁজ জেনেছেন কি? অবাক আপনার প্রশ্ন।

- আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি সন্তান না নেবার জন্য লড়াই করেছেন, এখন কি আপনি আপনার প্রেমিকের ঔরসে সন্তান চান?

- একসময় চেতাম, কিন্তু এখন আর চাই না। তাইতো একটা এতিম ছেলেকে নিজের কাছে রাখি। ওই আমার ছেলে।

- এর ভিতর সবচেয়ে বড় ভুল কোনটা করেছিলেন আপনি?

- না-তো, কোন ভুল করি নি আমি।

- সবচেয়ে বেশী মনে পরে কিসের কথা এখন?

- ছোট বেলার কথা, কত সুন্দর ছিল জীবন তখন। কোন ঝুট-ঝামেলা ছিল না।

- শেষ প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে বেদনাদায়ক কি?

- আমি।

- আপনাকে ধন্যবাদ।

- ধন্যবাদ।

বিষয়: সাহিত্য

২৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File