তন্দ্রা (কবিতা)

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ৩১ জানুয়ারি, ২০১৩, ০৮:৩৭:১৭ রাত



তপ তন্দ্রায় আঁখি বুজে রেখে

সন্ধ্যা অবধি মন্ত্র ফুঁকে

জানানি দিনের পুনঃ অবশেষ;

কাটেনি আপন ক্লেশ।

-

ক্লেশ ভার দেহ টানিতে কেহ

অবসাদে আজো ভোগেনি জেনো,

নির্মমতাকে নির্মমে ডোবাতে

সাহসী নাবিক ধরে নিকো হাল,

ভাঙা আজি নৌ, ছেঁড়া আজি পাল।

-

তালে তাল রেখে বেতাল গীতের

ভাঙা সৌধের জয়োল্লাস,

উল্লাসীরা শপথ বেঁধেছে

তপ তন্দ্রার জোর প্রয়াস।

-

তন্দ্রাতে আজ সবে আচ্ছন্ন

ভাঙানি গানের নেইকো খবর,

অবর-আবরে ভরেছে সবই

তন্দ্রা ভাঙার হয়েছে কবর।

বিষয়: সাহিত্য

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File