বিশ্বাস ::ছোট গল্প::
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৭ মে, ২০১৩, ১০:৫৮:২৯ রাত
১.
শ্রাবণে মেঘের ঘনঘটা। বৃষ্টি যেন টলমল করছে মেঘে। তবু বৃষ্টির নামতে মানা। এ গোলক যে তার হৃদয়ের কথা মানে, তার হৃদয়কেই প্রদক্ষিণ করে। বয়স ত্রিশের কিছু বেশী, মুখে মুচকি হাসি লেগেই থাকে তার। সে করতে পারে অনেক কিছুই, করেও কম নয়। তবে সে থমকে দাঁড়ায় এক পথে। বিশ্বাস তাকে তাড়া করে বেড়ায়, বিশ্বাস তাকে স্তব্ধ করে। বড়ই বিচিত্র এ বিশ্বাস, এটাই তার জীবন, তার অস্তিত্ব।
শ্রাবণে নয়, তার জীবনে বর্ষা এসেছিল বসন্তের এক সন্ধ্যায়। সন্ধ্যাপ্রদীপ হয়ে তার আগমন, বিদায় ঊষা বেলার প্রারম্ভে। সূর্যের আলো তাকে স্পর্শ করতে পারে নি, হয়তো মেঘ ছিল বলেই। অথচ সে আজো দিনের সূর্য এবং রাতের চাঁদ হয়েই তার জীবনে।
তার খুবই মনে আছে সেদিনের কথা। সে বলেছিল, একটি লাল গোলাপ হাতে এক হাঁটু গেড়ে, "আমি কি তোমার হতে পারি!"
অথবা মনে আছে, ফাগুনকে দিয়ে পাঠানো একটি চিঠি, যাতে লেখা ছিল, "ভালোবাসি তোমাকে।"
অথবা লাইব্রেরীতে কাগজের উড়োজাহাজ দিয়ে বার্তা পাঠানো।
অথবা বর্ষার আগমনের দিনে পার্সেল করে হোস্টেলে কার্ড ও ফুলগুচ্ছ পাঠানো।
সবই বৃথা গেছে। কেননা, বর্ষা গ্রীষ্মের জন্য স্বস্তির, কিন্তু গ্রীষ্ম বর্ষার জন্য নয়।
কেউ কিছু বললে সে বলত, 'স্রষ্টাতে কি অস্বীকার করা যায়!'
সেদিন বুঝি নি কিসে সে তার জগত সাজিয়েছে। আজ বুঝেছি, কিন্তু তাতে কারো কিছু আসে যায় না। কেননা বর্ষা বর্ষাই, সে আজ শরতের সাথে রাত্রি যাপন করে।
তার পবিত্র ভালোবাসার টানে বর্ষা আসে নি তার কাছে কখনোই, তার উষ্ম পৃথিবীকে ছুঁয়ে দেখেনি কখনোই।
২.
এক বর্ষার আগমন দিনে হেমন্তের নিমন্ত্রণ ছিল। তাই আমি গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে ঠিকই লাল খাম এসেছিল, সাথে ছিল বিরাট কেক বহনকারী যান। তবে চিঠির স্থান হয়েছিল প্লাস্টিকের আবর্জনার ঝুড়িতে আর কেকটির নোংরা নদীতে।
আমার মনে তীব্র সংশয় জাগে, সে কি জানে তার উপহারের পরিনতির কথা?
সংশয় নিবারনের জন্য দূর পথ পাড়ি দিয়ে গিয়েছি তার কাছে।
অবশেষে পেয়েছি একটি বাক্য,'হয়তো আমার বিশ্বাসের খোরাক এভাবেই মিটবে।'
সে স্রষ্টার প্রতি বিরূপ ছিল না, সে বর্ষাকে অভিশাপও দেয় নি।
তার কাছে যেতে সাহস হয় না আর। ভয় একটাই - তার চক্ষু আমাকে দহন করে। দহনই তার ধর্ম, সে যে গ্রীষ্ম!
[কারো জীবনের সাথে ঘটনা প্রবাহ মিলে গেলে লেখক দায়ী নয়]
বিষয়: সাহিত্য
১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন