টেকার বাণী
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৮ জানুয়ারি, ২০১৩, ০১:২১:২২ দুপুর
আস্ত্রপাতের নকশো মুখে
বুক ঠুকে তুই জানিয়ে দে,
মরণ আমায় ভাই বলেছে
জীবন খাদের খোদ স্বাদে।
-
অস্তালোকের নিয়ম-নীতি
দে ছুঁড়ে দে সিন্ধু পানে,
যুদ্ধ আজি সবার সাথেই
ভাবিস 'এ কি!' আপন মনে।
-
সং সাজা সব ঢং বাজরা
নিত্য নতুন নৃত্য সাজে
যেমন করে ফং ফঙ্গাচ্ছে,
যুদ্ধ আজি তাদের ঝাঁঝে।
-
সটান বসে কান পেতে শোন,
কোন রোষেতে সাগরখানি
করছে এমন ছটফটানি?
-
রোষ কথা নয়, হাসিরও নয়,
হচ্ছে এ এক টেকার বাণী।
বিষয়: সাহিত্য
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন