বাংলা আমার বাংলা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৯ জানুয়ারি, ২০১৩, ০৩:৫২:৩৬ দুপুর
বাংলা আমার বাংলা।
আদর সোহাগ মাখা
রং-তুলিতে আঁকা
স্বপনেতে ঘেরা
আপন আশ্রয়।
-
বাংলা আমার বাংলা।
সুজলা-সুফলা প্রাণ
রক্তে রঙিন ধান;
জয়কারে ভরা
এক কৌটা জয়।
-
বাংলা আমার বাংলা।
এই পৃথিবীর হার
নিরন্তর সুন্দর;
নব গীতিকার
অবিশ্রান্ত লয়।
-
বাংলা আমার বাংলা।
একুশ ছোঁয়ার ভাষা;
আমার আপন গা।
-
বাংলা আমার বাংলা।
বাংলা আমার দেশ,
বাংলা আমার মা।
বিষয়: সাহিত্য
২০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন