প্রথম আলো নিয়ে আবার ইসলাম বিরোধীতার অভিযোগ !
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১১ মে, ২০১৫, ০৮:৫৬:১৪ রাত
ঘটনাটা ঘটেছে গতদিনের মা দিবসে একটি লেখা ছাপানো নিয়ে। ভারতের প্রাক্তন মুসলিম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এর নিজস্ব ওয়েবসাইট থেকে একটি স্মৃতিকথা ইংরেজিতে অনুবাদ করেছে ছাপিয়েছে মতিউর গং। মুলত তারা তা বাংলায় অনুবাদ করে কপি পেস্ট করেছে মাত্র।
মুল লেখাটিতে আবুল কালাম লিখেছেন, “My mother used to get up before me, and gave bath to me and prepared me to go for the tuition. I use to comeback at 5:30 when my father would be waiting for taking me to the Namaz and Koran Sharif learning in Arabic school.”
"আমার মা ঘুম থেকে উঠতেন আমারও আগে এবং তিনি আমাকে গোসল করিয়ে তৈরি করে তারপর পড়তে পাঠাতেন। স্যারের বাসায় পড়ে বাড়ী ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা বেজে যেতো। তখন দেখতাম বাবা আমাকে নামাযে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। নামাযের পর আরবী স্কুলে কোরআন শরীফ পড়তে যেতাম। এরপর তিন কিলোমিটার দুরের রেলস্টেশনে যেতাম খবরের কাগজ আনার জন্য।"
হারামীর দল করেছে টা কি! আবুল কালাম এর নামাজ আরবী পড়ার কথাটা বাদ দিয়ে অনুবাদ করেছে-
“আমার মা আশিয়াম্মা ঘুম থেকে উঠতেন আমারও আগে। তিনি আমাকে গোসল করিয়ে, তৈরি করে তারপর পড়তে পাঠাতেন। পড়া শেষে সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরতাম। তারপর তিন কিলোমিটার দূরের রেলস্টেশনে যেতাম খবরের কাগজ আনতে।”
ভারতীয় রাষ্ট্রপতি আবুল কালাম এর মুল লিখার লিংক-
Click this link
প্রথম আলোর লিংক- যদিও এরপর আর নাও পেতে পারেন - স্ক্রিন শট রেডি রাখছি সমস্যা নাই
Click this link
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন