ট্রফি বিভ্রাট বাংলাদেশ বলেই সম্ভব !!
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ০২ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:৪৯ রাত
শেখ হাসিনা দিবেন ট্রফি একটু ভালা হইতে হইবো তো !! তাই আগে প্রদর্শিত ট্রফি চেঞ্জ কইরা নয়া একখান ট্রফি বানাইয়া দিলাম। আর সম্বাদিক ভাইয়েরা তা ধইরা ফেলাইয়া সম্বাদ ছাপায়া ফেলাইলো “ট্রফি বিভ্রাট”
জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজের ট্রফি দিতে গিয়ে ঘটনাটি সবার নজরে আসে।
সোমবার প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার সময় বড় ধরণের বিভ্রান্তি লক্ষ্য করা যায়। ওয়ানডে সিরিজের আগে প্রেস কনফারেন্সে দুই দলের অধিনায়ক এল্টন চিগাম্বুরা এবং মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে সিরিজের যেই ট্রফি নিয়ে দাঁড়িয়েছিলেন, গতকাল দেখা গেলো সিরিজ জয়ের পর মাশরাফির হাতে আরেক ট্রফি!
উল্লেখ্য, এ ধরণের ঘটনা এবারই প্রথম না। এর আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের সবচেয়ে বড় আসরেও এই ঘটনার রেকর্ড রয়েছে।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য নিষ্প্রয়োজন
সিরিজ শুরুর আগের ট্রফির চেয়ে জেতা ট্রফিটাকেই বেশ গর্জিয়াস লাগছে।
নাকি চিগুম্বুরাকে আশা করেছিলেন মাশরাফির জায়গায় ?
মন্তব্য করতে লগইন করুন