রুপসী বাংলা হোটেল ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত, জনগনের পেটে লাথি !!!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ০২ মার্চ, ২০১৩, ০২:১২:৪০ দুপুর

সরকার এখন জনগনের পেটে লাথি মারা শুরু করেছে। ইতিহাসের স্বাক্ষী কন্টিনেন্টাল হোটেল অতপর শেরাটন হোটেল অতপর রুপসী বাংলা বন্ধ করে দিয়ে তা ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হচ্ছে, ভর্তুকি দিয়ে চলাতে সরকারের লস হচ্ছে। কিন্তু রুপসী বাংলার কর্মচারী কর্মকর্তারা বলছেন বছরে ১৫০ কোটি টাকার মত লাভ আসে সরকারকে ট্যাক্স দেবার পরও। কর্মরত ৭০০ কর্মকর্তা ও হাজার সাতেক শ্রমিক কাজ করে রুপসী বাংলা হোটেলটিতে। তাদের সবার চাকুরি চলে যাবে যদি রুপসী বাংলা ভেঙ্গে ফেলা হয়। কি করুন দৃশ্য একেকজন শ্রমীক কর্মকর্তা কান্নায় ভেঙ্গে পড়েছে। বিদেশী পর্যটকরাও বলছেন এটা কোন সিদ্ধান্তই না লস হচ্ছে এ অযুহাত দেখিয়ে তা বন্ধ করে দেয়া। শেখ হাসিনার প্রতি উদার্ত আহ্বান আপনারা আর আমাদের পেটে মারবেন না গুলিতে মারেন সমস্যা নাই আমরা সামলে নিতে পারবো কিন্তু ভাতে মারলে একই সাথে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। যদি মনে করেন আপনাকে ভোট দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি কথা দিলাম আপনার ক্যাম্পেইনিং আমি করবো। তবু দোহাই গরীবদের পেটে লাথি মারবেন না। (ইতি- মাফ চাই)

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File