হেফাজতের ১৩ দফা দেশকে পূনরায় অস্থিতিশীল ও শফি হুজুরদের সুবিধাভোগের মোক্ষম অস্ত্র !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:২৪:৫৮ বিকাল

সোনার বাংলা গড়তে ১৩ দফা! কহিয়াছেন শফি হুজুর। হুজুরের বয়স হইছে রিটায়ার্ড করা উচিত। সোনার বাংলা তো রবীন্দ্রনাথের স্বপ্ন। হুজুর কি রবী ঠাকুরের উম্মত হইয়া গেলো নাকি

খবরদার হুজুরের এই ১৩ দফায় আর কেউ নাচবেন না। হিসেব কইরা লইয়েন আগে? আপনি আল্লাহকে ও তার রাসুলকে ভালোবেসে তাদের ডাকে সাড়া দিতে পারেন। কিন্তু এরা আমগো ভোদাই মনে করে। আমগো অনুভূতি নিয়ে খেলা খেলে। দাড়িয়া হুজুরেরা জানে, আমরা বাংলাদেশী মুসলিমরা ধর্মপরায়ন নই কিন্তু ধর্মানুভূতিশীল। আমরা নামাজ না পড়লেও রাসুলকে গালি দিলে আমাদের গতরে জ্বালা করে। আর এসব অনুভূতি কাজে লাগিয়ে কিছু সুবিধাভোগী হুজুর আমাদের ইমোশন নিয়ে খেলা খেলে, রাজনীতি করে। ডাইকা নিয়া গিয়া গুলি খাওয়াইয়া মাইরা ফেলার ব্যবস্থা করে। পাছে ওরা সেই লাশের উপর খাড়ায়া চুক্তি সন্ধি করে।

শফি হুজুরের কল্যানে ৪০ কোটি টাকার জমি পাইলো হাটহাজারি ব্ড় মাদ্রাসা। খবর প্রচার, হেফাজত তাদের কর্মসূচীতে পরিবর্তন এনেছেন। নিন্দুকেরা কহেন সমঝোতা হয়েছে হেফাজতের সাথে সরকারের। এখন হেফাজত সরকারের বিরুদ্ধে আর কোন টু শব্দ করবে না। যা অভিযোগ শাহবাগের উপর। এই সরকার থাকা অবস্থায় শফি হয়তো ১৩ দফা নিয়ে আর তেনা পেচাপেচিও করবে না। পরবর্তীতে সরকার যদি পরিবর্তন হয় আবার আমাদের ইমোশন নিয়ে খেলা শুরু করবে এই দাড়িওয়ালা কিছু ভীতু সুবিধাবাদী লোক।

সালার হুজুরেরাও দেখি কাহিনীবাজ হইয়া গেছে। কোন সালারে আর বিশ্বাস নাই। নিজের বুদ্ধিতে ফকির হমু এই ভালা।

(মনের রাগ ঝাড়লাম, ভাষাগত ত্রুটি মার্জনীয়)

বিষয়: বিবিধ

১৭২০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210095
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩০
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কোন ব্যাক্তির মিথ্যাবাদি হওয়ার জন্য এতটুকুই যথেস্ট,যা শুনে তা বলে বেড়ায়।
আপনি এভাবে না লিখে আরো সতর্ক হতে পারতেন।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
158615
বাচ্চা ছেলে লিখেছেন : আপনি সত্যটা বলুন।
210100
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : এই ভাষায় ব্লগ লিখতে আসছেন? হাসি পেল আপনার লেখাটি পড়ে।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৪
158617
বাচ্চা ছেলে লিখেছেন : ওরে ভাষার ভুল ধরে রে। ক্যান মুরা কি ভাষাবীদ নই দেহি ব্লুগ লিখতে পারুম না Happy
210112
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
নীল জোছনা লিখেছেন : শফি হুজুরের মত ভন্ড দেশে আর কেহ আছে কিনা আমার জানা নাই। যে লোভে পড়ে ইসলামকে কুলুষিত করতে পারে তার থেকে হাজার মাইল দুরে থাকা দরকার।
210113
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
প্রবাসী মজুমদার লিখেছেন : শিক্ষা লও ন্যায় বিচার
সৌয্যর আর সততার
তোমাকেই নিতে হতে
দুনিয়ার নেতৃত্বের ভার।

বিবেকহীন মানুষদের অন্তরাত্মা আত্মহত্যা করেছে বলেই আমরা পুতুলের মতই কথা বলি। ধন্যবাদ। আপনার মনেরজ জ্বালা পড়ে আমিও একটু জ্বালা যোগ করলাম। ভাল থাকুন।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
158624
বাচ্চা ছেলে লিখেছেন : কত আশা ভরসা ছিল এই হেফাজতের উপর। সব গুড়ে বালি।
210142
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
নাবীল লিখেছেন : আর কি মন্তব্য করবো।যাহা রটে তাহা অনেক সময় সত্য ও বটে।
আমার পুরা স্বরণ নেই কোন একটা হাদিসের উদাহরণে পড়েছিলাম জাতীর আলেমরাই জাতী কে ধ্বংশ করবে।
বাস্তবে আমাদের বাংলাদেশর ইতিহাসই তাই।
যারা নিজেদেরকে হক পন্হীবলে মনে করে, তাদের যদি এই দশা হয় জাতী ককে ভাল বলবে।
তারা তো শুধু মাঠে ময়দানে ফতোয়া দিতে থাকে জামাতের বিরুদ্ধে এখন জাতী তাদের কেমন ভাববে।তাদের চরিত্র টা একটু দেখুন।
তবে যে যাই বলুক ভাই,আপনার লেখাটি পড়ে আমরা দুই বন্ধু হাসতে হাসতে কাহিল।তবে আর একটু জোরে হাসলে আমার লুঙ্গি ছিড়ে যাইতো। ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৫
158659
বাচ্চা ছেলে লিখেছেন : হাচা নি? মজা পাইছেন। আরো মেল্লা কতা কওনের আছে বাই। অন্তর জইলা কয়লা হইয়া গেলো প্রায়।
210147
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
সালমা লিখেছেন : আপনি বাচ্চা হয়ে যা বুঝলেন........
অার ৯০+ তা বুঝতে পারল না। এটাই আমাদের জাতীর জন্য কলংক।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
158667
বাচ্চা ছেলে লিখেছেন : আমার মত বাচ্চারাও বুঝে কিন্তু বুইড়া শফিরা বুঝার পরও পাল্টি খায় এটাই আমাদের নিয়তি।
210166
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সন্ধাতারা লিখেছেন : আপনার মর্মজ্বালা অনুধাবন করতে পারি। তারপরও কেন জানি ভাবতে মন সায় দেয় না যে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই বয়োবৃদ্ধ কোটি কোটি মুসলমানের ত্যাগ ও শহীদের আত্মার সাথে বেঈমানি করবে! আসল সত্য অবশ্যই একদিন জন সম্মুখে বেরিয়ে আসবে ইনশাল্লাহ।
210190
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
বেদূঈন পথিক লিখেছেন : ফেনা মগজ নয় আমার
210205
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
ফেরারী মন লিখেছেন : শফি হুজুর বেইমান তাই ইউটার্ন।
১০
210245
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
নাবীল লিখেছেন : ৪০ কোটি টাকার জমির মুহব্বতে নবীর (সঃ)মুহব্বত ত্যাগ। হায়রে ইমান দার।আমাদের ইমানের দশা।
এই জন্যই আল্লাহ পাক বলেছেন,ইমান এনেছ বললেই আমি ছেড়ে দিবো,অবশ্যই আমি পরীক্ষা নেব কে ইমানের দাবিতে সত্য বাদি আর কে মিথ্যা বাদি।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন,আমিন।
১১
210419
২০ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
মাটিরলাঠি লিখেছেন : তেতুল থেকে বন্ধু - তার পরেও তারা কয়ঃ

আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রশংসা করলেও হেফাজতের ঈমাম আল্লামা শফী হুজুরকে ছাড় দেয়া হবে না। -ইনু

(মনে হয় এটা আওয়ামীলীগের পলিটিকাল চালবাজি)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File