পরনিন্দা বড় অপরাধ !! লিখেছেন- আমার মা।
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ০৬ এপ্রিল, ২০১৪, ০৫:৪৮:৪০ বিকাল
আমরা ভদ্রতা ইজ্জত সম্মান ভুলে গিয়ে ইচ্ছেমত কথা বলে থাকি। অশ্লিল কথা বার্তা গুনাহের কাজ ও শয়তান খুবই তৎপর। হাদিস শরীফে আছে যে ব্যক্তি অশ্লীল কথা বলে তার জান্নাত লাভ কঠিন। যারা অশ্লীল কথা বার্তা বলে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। মুসলমানদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যার আখলাক উত্তম। অশ্লীলতা ঈমান ধ্বংসকারী। নিজেদের মধ্যেও দোষ চর্চা ও কটু বাক্য থেকে দুরে থাকা উচিত। কারো বিরুদ্ধে অশ্লীল কথা বলা এমনই অপরাধ যা আল্লাহর কাছে তওবা করলে মাফ হয় না। ঐ ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে মাফ না করলে এ অপরাধ মাফ হবে না। আমাদের সমাজে এখনও টাকা ও ক্ষমতা দিয়ে সম্মানীত হওয়া যায় না। তাই যদি হয় তাহলে ফেরাউন হতো পৃথিবীর সবচেয়ে সম্মানীত ব্যক্তি অথচ সে পৃথিবীর সব চেয়ে নিকৃষ্টতম ব্যক্তি।
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন