ফেসবুকে হাসিনাকে নিয়ে কটুক্তি যুবকের হতে পারে ১০ বছর কারাদন্ড!
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১০ নভেম্বর, ২০১৩, ০৫:১৯:৫২ বিকাল
গর্ভ করে বলি, আমেরিকান গণতন্ত্র চর্চা করি আমরা। সমাজে গণতন্ত্রকে যারা ফেরি করে বেড়ান তারা ইউরোপ আমেরিকার গণতন্ত্রকে উদাহরন হিসেবে তুলে ধরেন বারবার। আর বলেন, গণতন্ত্র হবে সেই রকম এই রকম। কিন্তু আমেরিকায় সেখানকার প্রেসিডেন্টকে যদি কেউ বলে “ওবামা সান অব এ্যা বিচ” সেখানে এটাই হলো গণতন্ত্র বা বাক স্বাধীনতা। এজন্য রাষ্ট্রীয় আইনে সেই গালি দেয়া লোকটির কোন বিচার হয় না। যদি ওবামা মানহানী মামলা করেন তাহলে। কিন্তু আমাদের বাংলাদেশে নতুন ধারা চালু হয়েছে আমরা কথায় কথায় সংবিধান গণতন্ত্র নামক শব্দগুলো ব্যবহার করি কিন্তু চর্চার বেলা স্বৈরাচারী ভাব দেখাই। তারউপর শুধু গোষ্টিগত একটি রাজনৈতিক মতকে নিয়ে কিছু বললেই আইসিটি আইনে জেলবন্দী বানানো হচ্ছে।
উল্লেখ্য, ফেসবুকে ৫ বছর মেয়াদ পেরুবার পরও প্রধানমন্ত্রী ! শেখ হাসিনাকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করায় বেনজীর আহমেদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার ধামরাই চন্দ্রাইল গ্রামের তজিম উদ্দিনের ছেলে। পেশায় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতা।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ধামরাই থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা দায়ের করেছে। অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে ওই যুবককে ১০ বছর দন্ড ভোগ করতে হবে।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন