ইতিহাস কথা কয় !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১৭ মে, ২০১৩, ০১:০৩:৩১ রাত

বাংলাদেশে ১/১১ তার পূর্বেকার অবস্থা জলিল সাহেবদের ট্রাম্প কার্ড খেলা এসব আর বুঝতে বাকি থাকার কথা নয় কারো। এরপর মইন উদ্দিন গংদের খেল তামাশা অত:পর একটি দলকে বস্তা ভর্তি টাকা সমেত আসনে বসানো হলো। এরপূর্বে ২৮ অক্টোবরের মত একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কথা হলো সেদিন কেন জামায়াতের প্রোগ্রামে এনজিও প্রশিখার ভাড়া করা লোক ও আওয়ামী লীগের কর্মী বাহিনীকে লগি বৈঠা নিয়ে হামলা করতে হলো। সে অনেক কথা........

এরপর সরকার গঠন হলো শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠন করা হলো। এনা প্রপাটিজরা হুট করে রাজনীতিতে কেন যে এলো? ব্যবসা করতে এমপি হয়েছেন তার পূর্বে বস্তা ভর্তি টাকা নির্ঘাত যে দিয়েছেন তা আন্দাজ করা যায়। এরকম অনেক টাকা ওয়ালা লোক এবার এমপি মন্ত্রী হয়েছেন। পরবর্তীতে অবশ্য আমরা দেখছি কড়ায় গন্ডায় সেগুলো তুলে নেয়া হচ্ছে। এমন শোনা যায় দৌড় প্রতিযোগিতায় জিততে পেরে নাকি মন্ত্রনালয় দিয়েছিলেন। সে অন্য কথা........

সরকার গঠনের পর বলা হচ্ছিল ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ গঠন করা হবে। যাক একটা মুলা ঝুলিয়ে দেয়া হলো। গর্দভ জনগন সে আশায় পথ চেয়ে রইলো। এরপর সংবিধান পরিবর্তন করা হলো এবং এটা করা হলো ২০২১ ভিশন পূরন করতে। সরকারের প্লান ২০২১ পর্যন্ত ক্ষমতায় থাকা। এজন্য নিদর্লীয় তত্ববাধয়ক সরকার সিস্টেম তুলে দেয়া হলো। যদ্ধাপরাধ বিচারের সুর তুলে একটা দলকে ল্যাংড়া বানিয়ে বানিয়ে রাখা হলো। দুই বৃহৎ রাজনৈতিক দলগুলোকে চিপায় ফেলে এবার নিজেদের স্বার্থ হাসিল শুরু হলো। কুইক রেন্টাল, ছাত্রলীগের টেন্ডারবাজী, পদ্মা, শেয়ারের টাকা মেরে খাওয়ার পথ পরিস্কার হলো। যারা প্রতিবাদ করবে সব কয়টা মাইংকা চিপায় ফেলে দেয়া হয়েছে। সে অনেক কথা ............

এর মাঝে নাস্তিকদের খুশি করতে শিক্ষানীতি ও নারী নীতি প্রনয়ন করা হলো। আঘাত আসতে থাকলো ইসলাম ধর্মের উপর। যারা প্রতিবাদ করবে সোচ্চার হবে তাদের তারা অলরেডি কারান্তরিন করে রেখেছে। এখন প্রকাশ্যে প্রতিবাদ কারীদের হত্যা করা হচ্ছে। সে অনেক কথা ..........

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File