যুদ্ধারপাধের দায়ে জামাতকে জড়ানো প্রসঙ্গে ---
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ২৩ জানুয়ারি, ২০১৩, ০২:১২:৫৮ দুপুর
বিষয়টি আমি অনেক আগেই টের পেয়েছিলাম যখন বাম দলগুলো ইসলামী রাজনীতি নিষিদ্ধের জন্য পায়তারা চালিয়েছিলো, এখন তো একেবারে সুনিশ্চিত। বামরা ধর্মহীন রাজনীতি করবে, আবার তারাই ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে দাড়াবে, বলে বেড়ায় এটাই নাকি মুক্তিযুদ্ধের চেতনা। তাদের উদ্দেশ্যে, যদি মুক্তিযোদ্ধারা জানতো দেশে ইসলাম তথা মুসলিম সংখ্যাগরিষ্ট একটা দেশে মুসলিমদের অধিকারকে ভুলুন্ঠিত করা হবে তাহলে যারা যুদ্ধ করেছে, জানার পর সম্ভবত ভুল করেও যুদ্ধে যেত না। বামরা আদর্শগত দন্দের কারনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নিয়ে তারা হরতালও করলো, সরকার জনগনের সম্পত্তি বিআরটিসি বাস বন্ধ রেখে মৌণ সম্মতি জানালো। এবার যুদ্ধাপরাধ মামলায় সরাসরি জামাতকে জড়িয়ে আদালতে একটা শুনানি হলো। শুনানিতে বলা হয়েছে পাকিস্তানীদের সহায়তা করেছে এই জামাত। যতদুর জানা যায় ব্যক্তির কর্ম কখনই একটা বৃহৎ দলের উপর পড়তে পারে না। যদিও এই আদালতের সিদ্ধান্ত মানা না মানা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। এখন যদি জামাতের শাস্তি হয় এ কারনে তারা পাকিদের সহায়তা করেছে, তাহলে স্বাধীনতার পর অনেক আওয়ামী লীগ নেতা কর্মী বর্তমানে যারা হাইব্রীড কাতারের, তাদেরও বিচার হওয়া উচিত মুক্তিযোদ্ধা হত্যার দায়ে এবং সেই সাথে মুক্তিযোদ্ধা নিধনে সেই দলকে জড়িত করা যায় ৪০ হাজার প্রগতিশীল ছাত্র যুব সমাজের মানুষকে হত্যার দায়ে। তাছাড়া এক ২৮ অক্টোবরে আমরা দেখেছি একজন বর্তমান রাষ্ট্রনায়কের সিদ্ধান্তে মানুষের লাশের উপর নৃত্য। এ কারনেই সম্পূর্ণ দলটিকেই নিষিদ্ধ করা যেতে পারে।
সর্বপরি : আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন যন্ত্র দেওলিয়াপনায় ভুগছে। ঠিক বুঝতে পারছে না কি খাবে আর কোন দিক দিয়ে মল ছাড়বে !!
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন