একাত্তরে শাহরিয়ার কবির আসলেই মুরগি বেচতেন!
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২৯ মার্চ, ২০১৩, ০১:১২:৩৩ দুপুর
এতদিন উড়া উড়া শুনছিলাম। কাল দেখলাম অনলাইন ম্যাগাজিন বিডি টুডে খবরটি দিচ্ছে। মুক্তিযোদ্ধা মুশতারি শফির লেখা ‘বেগম জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে চিঠি’ নামের বইয়ে লেখক লিখেছেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেননি বরং পাকিস্তানি সেনাবাহিনীকে তিনি মুরগি সরবরাহ করেছেন। পড়ে অবাক হয়ে গেলাম। খবরটি সত্যি হতে পারে আমার ধারণা ছিল না। মুশতারি শফিকে স্বাধীনতাবিরোধী বলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে শাহরিয়ার কবির বলেছেন, ‘অনেক মুক্তিযোদ্ধাই জামায়াতে যোগদান করেছেন। তাদের আমি মুক্তিযোদ্ধা বলতে নারাজ।’ এদের মুক্তিযুদ্ধ-বাকোয়াজের সারমর্ম হচ্ছে এই। মুরগি শাহরিয়ার পাক হানাদারদের মুরগি সরবরাহ করেও ইসলাম বিরোধিতার কারণে মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট। আর জীবন বাজি রেখে যিনি দেশের জন্য লড়েছেন, জামায়াত সমর্থক হলে তাঁকে মুক্তিযোদ্ধা বলতে নারাজ পাক হানাদারদের কাছে মুরগি বেচা শাহরিয়ার!!!
বিষয়: রাজনীতি
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন