সোনার বাংলাদেশ ব্লগ এখনো বন্ধ কেন?

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২৮ মার্চ, ২০১৩, ১২:৪৪:২৪ দুপুর

সোনার বাংলাদেশ ব্লগ এখনো বন্ধ কেন? ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের পর থেকেই সোনার বাংলাদেশ বন্ধ। অভিযোগ ছিল এই ব্লগ থেকে রাজিব কে হত্যার হুমকি অথবা উস্কানি দেয়া হয়েছে। সেই অভিযোগ তো টেকেনি। পুলিশের ভাষ্য থেকেই আমরা জেনেছি, হত্যার পরিকল্পনা হয়েছিল অন্তত একমাস আগে। অতএব হুমকি বা উস্কানির সাথে হত্যাকাণ্ডের যে সম্পর্ক নেই তাই প্রমাণিত হয়েছে। এখনো ব্লগটি বন্ধ রাখার অজুহাতটা কি? নাকি এরকম একেকটি ঘটনা ঘটিয়ে ইচ্ছেমত দোষারোপ এবং যাচ্ছেতাই ব্যাবস্থাগ্রহণ করে সরকার বাহাদুর ঘোলা পানিতে মাছ স্বীকারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সময় কাটবে, তদন্ত হবে। তদন্তের ফলাফল কিছু একটা তো হবেই। কি আসে যায়! উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। এটাই বড় কথা।

আমার ব্লগে ঘোরাঘুরির বয়স কম হল না। সত্যি একটা কথা হলো, এসবি ব্লগের মত নিরপেক্ষ মডারেশন টিম দেখিনি। সামু অনেক জনপ্রিয়। আমিও সামুতে লিখি। কিন্তু সামু কি নিরপেক্ষ? ভিন্ন মতামতের যারা সামুতে ব্লগিং করেন, সামুর নিরপেক্ষতার ধরণ তাদের ভালই জানা। এসবি নাকি জামায়াত কানেক্টেড। হতে পারে। কিন্তু জামায়াতের কিছুটা পক্ষে লিখে আমার মত নিরীহ ব্লগারের পোস্ট ওখানে অন্তত তিনবার ডিলিট হয়েছে। অভিযোগ ধর্মী উন্মাদনা সৃষ্টি, দলীয় প্রচারণা, একতরফা লেখা ইত্যাদি। জামায়াত সম্পৃক্ততা তাদের জন্য অ-নিরপেক্ষ হওয়ার কারণ হয়নি। আর আপনি সামুতে যদি থাকেন, শাহাবাগকে মৃদু খোঁচা দিয়ে দেখুন, আপনার পোস্টই ডিলিট হবে না, একাউন্ট রক্ষা করাও মুশকিল হবে। এর পরও বাক স্বাধীনতার বাকোয়াজ ওদের মুখেই শুনতে হবে, এটা দুর্ভাগা কপালের লিখন। যাহোক, এসবিকে ফেরত চাই। সরকারের কাছে জোর দাবি। বাক স্বাধীনতার পক্ষের সবাই এই দাবির পক্ষে সরব হবেন আশা করি।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File