ফরিদ উদ্দীন মাসউদকে নিয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২৩ মার্চ, ২০১৩, ০৯:৫৯:৪০ সকাল



ফরিদ উদ্দীন মাসউদের ব্যাপারে আলেম সমাজে এক ধরণের নমনীয়তা ছিল। তার দালালিত্ব গোপন কিছু ছিল না। কিন্তু এটা নিয়ে ক্ষোভ আলোচনা জনসমক্ষে তেমন আসেনি। কিন্তু এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, কোন ধরণের নমনীয়তার সুযোগ আর থাকছে না। ইসলামদ্রোহী নাস্তিকদের নগ্নতা আর বেহায়াপনার শাহবাগে তিনি সংহতি জানিয়েছেন। সরকারের ভাড়াটে হিসেবে ইসলাম এবং পুরো আলেম সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সরকার সমর্থক মিডিয়া প্রচার করছে তিনি শোলাকিয়ার ইমাম। এটা বলছে না, তিনি বর্তমান সরকারের অনৈতিক চাপে নিয়োগ পাওয়া একজন চান্স ইমাম। কিশোরগঞ্জের অনেক আলেম এবং ধর্মপ্রাণ মুসলমান তার ইমামতির কারণে শোলাকিয়ায় নামায পড়া ছেড়ে দিয়েছেন। হাদিস শরিফে আছে, যে ইমামের ব্যাপারে মুসল্লিরা বিক্ষুব্ধ থাকে তার নামায কবুল হয় না। এই মাওলানা ধর্মদ্রোহীদের জন্য দোয়া করতেই পারেন। যার নামায কবুল হয় না, তার দোয়া কি কবুল হবে!

বিষয়: রাজনীতি

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File