প্রথম আলোর কৌতুক
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ০৮ মার্চ, ২০১৩, ০৬:৪২:২৮ সকাল
গত পরশু প্রথম আলোর দ্বিতীয় সম্পাদকীয়টি ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে। সম্পাদক মহোদয় জামায়াত সমর্থকদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের তিনদিনের হরতালে প্রথম আলো বিক্রিতে বাঁধা দেয়ার অভিযোগ তুলেছেন এবং কঠিন কঠিন শব্দ ব্যাবহার করে কিছুক্ষণ হায় হায় করেছেন। হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। ভণ্ডামিতে কি রাখ ঢাক থাকতে নেই! গত একমাস যাবত এদের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত আহাম্মক শাহবাগী মুক্তমনারা বিরুদ্ধমতের সবগুলো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অব্যাহত আক্রমণ চালিয়ে আসছে। গৃহপালিত জাগরণ থেকে সংবাদপত্র, টিভি চ্যানেল, ব্লগ ‘বন্ধ’ ‘বর্জন’ ‘প্রতিহতে’র ডাক দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু ব্লগ বন্ধ হয়েছে। বিভিন্ন জায়গায় পত্রিকা-টিভি অফিসে আগুন-হামলার ঘটনা ঘটেছে। সরকারী দলের লোকদের পত্রিকা বিক্রিতে বাঁধা দেয়া প্রতিদিনের ঘটনা। হকাররা বেশ কয়েকটি পত্রিকা লুকিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শাহপাপের গৃহপালিত জাগরণে জাতীয় দৈনিকের সম্পাদককে গ্রেফতার করার জন্য আল্টিমেটাম দেয়ার মত লজ্জাজনক হাস্যকর ঘটনা ঘটেছে। এমনকি পত্রিকা সম্পাদককে নিজেরা ধরে এনে বিচার করার মত চরম ঔদ্ধত্যপূর্ণ জঘন্য কথাও সেখানে উচ্চারিত হয়েছে। প্রথম আলো গোত্রীয় পত্রিকা গুলো প্রতিবাদ দূরে থাক, এক কলামে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর খবর ছাপতেও সীমাহীন কার্পণ্য দেখিয়েছে। প্রথম আলো সম্পাদক এখন হায় হায় করেন কোন অজপাড়া গাঁয়ের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে! আবার বলি, ভাঁওতাবাজির কি পর্দা পুশিদা নেই!!
বিষয়: রাজনীতি
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন