পাপের তরী পূর্ণ হচ্ছে

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ০১ মার্চ, ২০১৩, ১০:২২:০০ সকাল

সরা দেশে হত্যার মহৎসব শুরু হয়ে গেছে। আর কত লাশ দেখতে হবে !আর কত রক্ত ঝরলে আওয়ামী হায়েনার পিপাসা মিটবে! গলা টিপে ধরে রাখ। কয় দিন পারবি দেখ। ভাগ্য পরীক্ষা কর। পাপের তরী পূর্ণ হচ্ছে। এবার ডোবার পালা। কয়েকজন দেখি জামায়াতের ইসলাম বিরোধিতা হ্যান ত্যান বলছেন। বলতে থাকেন। তবে অবশ্যই ব্লগে বা ফেবুতে। পাবলিকের সামনে বলতে গেলে সমস্যা আছে। জুতা শাহজাহানের পরিণতি নিশ্চই জেনেছেন। প্র্যকটিকাললি জেনে কি লাভ বলুন! আমি একটা কথা বুঝি না, আওয়ামীরা ইসলাম নিয়ে কথা বলে কোন মুখে! মানুষের চক্ষু লজ্জা বলেও কি কিছু থাকতে নেই! দলটি এই নিয়ে তিনবার ক্ষমতায় এসেছে এবং প্রত্যেকবার ইসলামের উপর আঘাত করেছে, আক্রমণ করেছে। ৯৬ এ আক্রমণ কাদের উপর ছিলো সেটা এদের নিশ্চই অজানা নয়। মহা পরাক্রম এবার হয়তো এই অপশক্তিকে চির দিনের মত উৎখাত করবেন। আশায় আছি। করার আর কিছু নেই।

বিষয়: রাজনীতি

৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File