মিডিয়ায় ভয়াবহ অপপ্রচার
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩০:২৫ সন্ধ্যা
মিডিয়ায় অপপ্রচার ভয়াবহ রুপ নিয়েছে। তিলকে তাল এবং কাঁঠাল বানাতে তারা আগে থেকেই দক্ষতা দেখিয়ে এসেছে। শাহবাগ আন্দোলনের পর থেকে তাদের কাঁঠাল রিতিমত পাহাড়ে রুপ পাচ্ছে। আজকে সকাল থেকেই ঘটনা প্রবাহের উপর নজর রাখছিলাম। একটু আগে একটি সংবাদ মাধ্যমের খবর শুনে মনে হচ্ছিলো, সারাদিন ওয়েব সাইটে যা দেখেছি সব ভুঁয়া অথবা আমার দেখা মিথ্যা। মুসল্লিরা নাকি নামাজের পর হামলা চালিয়েছে। পুলিশের কাজ ছিল দেশের শত্রুদের প্রতিরোধ। আর মুসল্লিরা চালিয়েছে হামলা! একটু পরেই খবর, দোয়া হয়েছে। কার জন্য? আহাম্মক রাজিবের জন্য। তাহলে হামলা করলো কে? লক্ষনীয় হলো আজকের প্রতিবাদ সমাবেশগুলোতে কিন্তু কোন সংবাদ মাধ্যম নিষিদ্ধ বা বর্জনের ডাক দেয়া হয়নি। গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিলো কারা? মুসল্লি জঙ্গিরা নাকি মুক্তমনা আহাম্মক সোনার ছেলেরা!
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন