কাদের মোল্লাই বিজয়ী হলেন
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:৪৬:১৮ সকাল
ইসলামের শিক্ষা হলো একজন মুসলমান ইসলামের জন্য সংগ্রাম করে বিজয়ী হোক অথবা শহীদ, উভয় অবস্থায়ই সে বিজয়ী ও সফল। সাহাবিরা তীরবিদ্ধ হয়ে মৃত্যুর পূর্বমুহূর্তে চিৎকার করে জানিয়ে গেছেন, কাবার রবের শপথ! আমি সফল হয়ে গেছি। ইসলামের এই শাশ্বত শিক্ষা ও আদর্শের কারণেই কাদের মোল্লা যাবজ্জীবনের আদেশ পেয়েও ভি সাইন দেখিয়েছিলেন। একই কারণে কাদের মোল্লার স্ত্রীও ফাঁসি কার্যকরের পূর্বমুহূর্তে দেখা করতে এসেও ভি সাইন দেখিয়েছেন। আমাদের ইসলামী শিক্ষা বঞ্চিত সাংবাদিকরা কাদের মোল্লার ভি সাইনের ভুল ব্যাখ্যা করে নিজেরা উত্তেজিত হয়েছেন, মানুষকে উত্তেজিত করেছেন। এবার তাঁর স্ত্রীর ভি সাইন দেখে দিশে হারিয়ে নানা আবোল তাবোল বকছেন। কিন্তু সত্যি সত্যি শেষ বিচারে কাদের মোল্লাই বিজয়ী হয়ে গেলেন । তাঁর দলের প্রতি অনেকের সমর্থন নাও থাকতে পারে, তাঁর দলের চিন্তাধারা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু স্বীকার করতে হবে, ব্যক্তি হিসেবে একজন কাদের মোল্লা সারা জীবন ইসলামের জন্যাই সংগ্রাম করে গেছেন। রংবাজির বিচার বিচার খেলে তাকে হত্যাও করা হলো ইসলামের উপর থাকার অপরাধেই।
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন