একটি ভাঙা ক্যাসেট এবং পানি ঘোলা করার আপ্রাণ চেষ্টা

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ১৪ জুলাই, ২০১৩, ০২:৩৫:০৩ দুপুর

হেফাজতের সাথে সম্মুখ যুদ্ধে না পেরে জালিম সরকার ও তাদের চ্যালা চামচারা এখন বাঁকা পথ ধরেছেন। হারু পার্টি হয়ে মাথা একটু ইয়ে হয়ে গেছে কিনা! তের দফা নিয়ে সমালোচনা করে তারা এখন আর কুলিয়ে উঠতে পারছেননা। কোত্থেকে একটি ভাঙা ক্যাসেট নিয়ে এসেছেন, সেটা বাজিয়ে পানি ঘোলা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের কাছে অনুরোধ, কথা যা বলার তের দফা নিয়ে বলুন। সরকারের কাছে এই দাবি গুলোই পেশ করা হয়েছিলো। কোন যু্গে কোথায় আল্লামা শফী কী বলেছেন সেটা বড় বিষয় নয়। জনগণকে সাথে নিয়ে হেফাজত কোন দাবিগুলোর বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছে সেটাই এখন বিবেচ্য। দয়া করে বাঁকা পথ ছেড়ে সামনা সামনি আসুন। কথা যা বলার সরাসরি বলুন। গার্মেন্টসগুলোতে মেয়েদের কাজের নিরাপত্তা ও কর্ম-পরিবেশ উন্নত করার যে দাবিটি হেফাজত তুলেছে সেটা নিয়ে কি আপনাদের সমস্যা? নাকি বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে আপনাদের আপত্তি? আপত্তি থাকতেই পারে। মেয়েদের ইজ্জত আব্রু নিয়ে বছরের পর বছর ধরে যে জঘন্য ছিনিমিনি খেলা আপনারা খেলে আসছেন, সেটা তো এই দাবি গুলোর বাস্তবায়ন হলে আর সম্ভব হবে না। আপনারা তখন ধর্ষণে সেঞ্চুরি করবেন কিভাবে! দুঃখজনক তো বটেই!

বিষয়: রাজনীতি

১৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File